Ajker Patrika

সোনার দামে বড় পতন, ভরিতে কমল সাড়ে ১৪ হাজার টাকা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৮: ১৬
সোনার দামে বড় পতন, ভরিতে কমল সাড়ে ১৪ হাজার টাকা
ফাইল ছবি

দেশের বাজারে বেশ কয়েকদিন ধরে টানা বাড়ছিল সোনার দাম। তবে আজ শুক্রবার তিন লাখ টাকার দিকে ছুটতে থাকা সোনার দামে কিছুটা লাগাম পড়েছে। বড় পতনের পর ভরিপ্রতি দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা।

আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এই দর নির্ধারণ করেছে। এর আগে, গতকাল বৃহস্পতিবারও দাম বেড়েছিল আকাশচুম্বী। সেদিন সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি মাসেই সোনার দাম ভরিতে বেড়েছে প্রায় ৬১ হাজার টাকা।

করোনা মহামারি পরবর্তীস সময়ে গত পাঁচ বছরে দেশে ও বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। পরিসংখ্যান বলছে, দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি প্রথমবার ১ লাখ টাকায় পৌঁছায়। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ এবং অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে দাম। সর্বশেষ গত বৃহস্পতিবার তা আড়াই লাখ টাকার সীমাও ছাড়িয়ে যায়।

আজ দাম কমায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ১৩ হাজার ৯৯৭ টাকা কমে ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১১ হাজার ৯৫৬ টাকা কমে বর্তমানে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ২৪ টাকায়।

বাজুসের ভাষ্যমতে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। তবে নেপথ্যের মূল কারণ বৈশ্বিক বাজারের দরপতন। গতকাল বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম একপর্যায়ে ৫ হাজার ৫৮২ ডলারে উঠলেও আজ তা ৫ হাজার ২০০ ডলারের ঘরে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতা দেখার পরই দেশের বাজারে দাম কমানোর ঘোষণা দেয় সমিতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত