সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় চলতি মৌসুমে কৃষি উপকরণের দাম বৃদ্ধিসহ আবহাওয়ার বিরূপ প্রভাবের মুখে পড়তে হয়েছে পাঠ চাষিদের। চাষবাদে গুনতে হয়েছে বাড়তি খরচ। সে অনুযায়ী বাজারে মিলছে না দাম। এমন অবস্থায় খরচের টাকা তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
কৃষকেরা বলছেন, এবার অনাবৃষ্টিসহ নানা প্রতিকূলতার কারণে আবাদে খরচ পড়েছে বেশি। যে দাম পাচ্ছেন এতে খরচ তোলা দায়।
এদিকে ব্যবসায়ীরা বলেছেন, পাটের গুণগত মান না থাকা ও সরবরাহ বেশি থাকায় কিছুটা দাম কমেছে। এ ছাড়া ব্যবসায়ীদের কাছে বিগত বছরের পাট মজুত থাকায় নতুন করে কেনায় আগ্রহ কম।
সাঁথিয়া কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর আবাদ হয়েছে ৭ হাজার ৮৪৫ হেক্টর জমিতে।
কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, কীটনাশক, সেচ নিড়ানি, কাটা, জাগ দেওয়া, শ্রমিকসহ ঘরে তোলা পর্যন্ত খরচ পড়েছে প্রায় প্রকার ভেদে ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা। আর ফলন হয়েছে জমির প্রকার ভেদে ৭ থেকে ১০ মণ। হাটে প্রকার ভেদে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ১০০ টাকা মণ বিক্রি হচ্ছে। অথচ গত বছর এ সময় প্রতি মণ পাট বিক্রি হতে প্রকার ভেদে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা।
সাঁথিয়ার বোয়াইলমারি পাট হাটে গিয়ে দেখা যায়, বেলা ১০টা থেকেই কৃষকেরা পাট বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন। দর কষাকষি শেষে বেশির ভাগ কৃষকেরা গড়ে ২ হাজার টাকা মণ দরে পাট বিক্রি করছেন।
কোনাবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল বলেন, ‘প্রায় ৩ বিঘা জমিতে পাট চাষ করেছি। এবার অনাবৃষ্টিসহ নানা প্রতিকূলতার কারণে আবাদে খরচ পড়েছে বেশি। যে দাম পাচ্ছি তাতে পোষাবে না।’
কৃষক আব্দুল আরও বলেন, ‘অনাবৃষ্টির কারণে জমিতে সেচসহ রোগ-বালাই থেকে রক্ষা করার জন্য সার, কীটনাশকের পরিমাণ বেশি ব্যবহার করতে হয়েছে। সঙ্গে শ্রমিকের মজুরিসহ খরচ বেড়ে গেছে। যদি বাজারে সরকারিভাবে নজরদারি থাকত তা হলে পাটের দাম বেশি পেতাম। ব্যাপারীরা তাদের ইচ্ছা মাফিক পাট কিনছে।’
পাটের দাম কমার বিষয় জানতে চাইলে ব্যবসায়ী শামসুল হক বলেন, ব্যবসায়ীদের কাছে এখনো গত বছরের পাট রয়ে গেছে। এতে ব্যবসায়ীরা পাট কেনার আগ্রহ দেখাচ্ছেন কম। তা ছাড়া দুই তিন সপ্তাহে আগে বাজারে পাটের সরবরাহ কমছিল তাই দাম কিছুটা চড়া ছিল। এখন বাজারে পাটের সরবরাহ ব্যাপক তাই দাম কমেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী বলেন, সাধারণত পাটের মৌসুমে বাজারে নতুন পাট ওঠায় ও সরবরাহ বেশি থাকায় দাম একটু কমে যায়। আবার আমদানি কমে গেলে দাম স্বাভাবিক হয়ে যায়। বর্তমান হাট-বাজারে পাটের যে দাম চলছে এতে কৃষকদের লাভ কম হবে। তবে তাদের খুব যে একটা লোকসান হবে না।

পাবনার সাঁথিয়ায় চলতি মৌসুমে কৃষি উপকরণের দাম বৃদ্ধিসহ আবহাওয়ার বিরূপ প্রভাবের মুখে পড়তে হয়েছে পাঠ চাষিদের। চাষবাদে গুনতে হয়েছে বাড়তি খরচ। সে অনুযায়ী বাজারে মিলছে না দাম। এমন অবস্থায় খরচের টাকা তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
কৃষকেরা বলছেন, এবার অনাবৃষ্টিসহ নানা প্রতিকূলতার কারণে আবাদে খরচ পড়েছে বেশি। যে দাম পাচ্ছেন এতে খরচ তোলা দায়।
এদিকে ব্যবসায়ীরা বলেছেন, পাটের গুণগত মান না থাকা ও সরবরাহ বেশি থাকায় কিছুটা দাম কমেছে। এ ছাড়া ব্যবসায়ীদের কাছে বিগত বছরের পাট মজুত থাকায় নতুন করে কেনায় আগ্রহ কম।
সাঁথিয়া কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর আবাদ হয়েছে ৭ হাজার ৮৪৫ হেক্টর জমিতে।
কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, কীটনাশক, সেচ নিড়ানি, কাটা, জাগ দেওয়া, শ্রমিকসহ ঘরে তোলা পর্যন্ত খরচ পড়েছে প্রায় প্রকার ভেদে ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা। আর ফলন হয়েছে জমির প্রকার ভেদে ৭ থেকে ১০ মণ। হাটে প্রকার ভেদে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ১০০ টাকা মণ বিক্রি হচ্ছে। অথচ গত বছর এ সময় প্রতি মণ পাট বিক্রি হতে প্রকার ভেদে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা।
সাঁথিয়ার বোয়াইলমারি পাট হাটে গিয়ে দেখা যায়, বেলা ১০টা থেকেই কৃষকেরা পাট বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন। দর কষাকষি শেষে বেশির ভাগ কৃষকেরা গড়ে ২ হাজার টাকা মণ দরে পাট বিক্রি করছেন।
কোনাবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল বলেন, ‘প্রায় ৩ বিঘা জমিতে পাট চাষ করেছি। এবার অনাবৃষ্টিসহ নানা প্রতিকূলতার কারণে আবাদে খরচ পড়েছে বেশি। যে দাম পাচ্ছি তাতে পোষাবে না।’
কৃষক আব্দুল আরও বলেন, ‘অনাবৃষ্টির কারণে জমিতে সেচসহ রোগ-বালাই থেকে রক্ষা করার জন্য সার, কীটনাশকের পরিমাণ বেশি ব্যবহার করতে হয়েছে। সঙ্গে শ্রমিকের মজুরিসহ খরচ বেড়ে গেছে। যদি বাজারে সরকারিভাবে নজরদারি থাকত তা হলে পাটের দাম বেশি পেতাম। ব্যাপারীরা তাদের ইচ্ছা মাফিক পাট কিনছে।’
পাটের দাম কমার বিষয় জানতে চাইলে ব্যবসায়ী শামসুল হক বলেন, ব্যবসায়ীদের কাছে এখনো গত বছরের পাট রয়ে গেছে। এতে ব্যবসায়ীরা পাট কেনার আগ্রহ দেখাচ্ছেন কম। তা ছাড়া দুই তিন সপ্তাহে আগে বাজারে পাটের সরবরাহ কমছিল তাই দাম কিছুটা চড়া ছিল। এখন বাজারে পাটের সরবরাহ ব্যাপক তাই দাম কমেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী বলেন, সাধারণত পাটের মৌসুমে বাজারে নতুন পাট ওঠায় ও সরবরাহ বেশি থাকায় দাম একটু কমে যায়। আবার আমদানি কমে গেলে দাম স্বাভাবিক হয়ে যায়। বর্তমান হাট-বাজারে পাটের যে দাম চলছে এতে কৃষকদের লাভ কম হবে। তবে তাদের খুব যে একটা লোকসান হবে না।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২৫ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে