পিরোজপুর প্রতিনিধি

দেশে সারের দাম কেজিতে পাঁচ টাকা বৃদ্ধিতে পিরোজপুরের সাত উপজেলার সাধারণ কৃষকেরা বিপাকে পড়েছেন। এই অঞ্চলের কৃষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। কৃষকেরা মনে করছেন সারের দাম বাড়ার কারণে রবিশস্য, ধান ও সবজি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে।
জেলার বিভিন্ন উপজেলার সারের বাজারে দেখা গেছে, ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, টিএসপি, এমওপিসহ বিভিন্ন ধরনের সারের দাম কেজিপ্রতি পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২২ টাকা থেকে বেড়ে ২৭ টাকা, ডিএপি ১৬ টাকা থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। অন্যদিকে পাঁচ টাকা বেড়ে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২৫ টাকা, ডিএপির দাম ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৮ টাকা হয়েছে; যা আগে ছিল ইউরিয়া ও টিএসপি ২০ টাকা, ডিএপি ১৪ টাকা এবং এমওপি ১৩ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, পিরোজপুরে জেলা মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ইন্দুরকানী ও পিরোজপুর সদর উপজেলায় প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হতে পারে। হাইব্রিড, উফশী, স্থানীয় ও বোনা আমন মিলিয়ে কয়েক শতাধিক চাষি ৬৫ হাজার হেক্টর জমিতে আমনের চাষ করবেন। এ ছড়া রবিশস্য, ফল,, সবজিসহ বিভিন্ন ফসলও চাষ হবে। সারের দাম না কমলে প্রান্তিক পর্যায়ের সব কৃষকের ওপরই এর প্রভাব পড়বে।
কৃষক আনোয়ার মিয়া বলেন, ‘চলতি বছর তরমুজসহ বিভিন্ন সবজির চাষ করেছি। সারের দাম বৃদ্ধির কারণে অনেক ভোগান্তিতে আছি। বিশেষ করে তরমুজের খেত পানিতে ডুবে যাওয়ায় ব্যবসার মুখ দেখিনি। এর মধ্যে সারের দাম বাড়িয়ে আর কমানোর নাম নেই। কীভাবে আমরা ফসল ফলাব? সামনেই আমনের সময় বীজতলা থেকে শুরু করে সব ক্ষেত্রেই সারের দরকার। তাই সারের দাম কমানো দরকার।’
কৃষক হান্নান শেখ বলেন, ‘সামনেই আমনের সিজন। প্রথমে বীজতলা, এরপর রোপণের পরের ধাপই হলো সার দেওয়া। কিন্তু এখন সারের দাম অত্যধিক, যা কৃষকদের আয়ত্তের বাইরে। ইউরিয়া, টিএসপি, টিএমপি, এমওপি সব সারেরই দাম বেড়েছে। একদিকে তেলের দাম অন্যদিকে সারের দাম বাড়ায় আমনের চাষে ব্যাপক প্রভাব পড়বে।’
চাষি হামিদ মিয়া বলেন, ‘জমি বর্গা নিয়ে চাষাবাদ করা কৃষকদের অবস্থা অনেক খারাপ। তেলের দামের সঙ্গে সারের দাম বাড়ায় কৃষকদের মাথায় হাত। সারের দাম কমানো না হলে বর্গাচাষিদের চাষাবাদ করা অসম্ভব হবে।’
সারের দাম বাড়লে বিভিন্ন কীটনাশকের দামও বাড়ে জানিয়ে জমির মালিক মিল্টন মজুমদার বলেন, ‘আম ও লিচুগাছে ফল এসেছে। এ সময় পোকা নিধনের জন্য সার ও ওষুধ ছিটানো দরকার। সাররে দাম বাড়লে ওষুধের দামও বাড়ে। সার ও ওষুধের দাম না কমালে সাধারণ কৃষকেরা চাষাবাদবিমুখ হয়ে পড়বেন।’
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, সরকার সারসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের সুবিধার্থে ভর্তুকি দিয়ে যাচ্ছে। এর মধ্যে সার উল্লেখযোগ্য। সারের দাম বাড়ার কারণে উৎপাদনে তেমন প্রভাব পড়বে না। সারের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে সরকারের ভর্তুকির জায়গাটা কমানো হয়েছে। এ ছাড়া কৃষকদের আমনের বীজ ও সার সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে।

দেশে সারের দাম কেজিতে পাঁচ টাকা বৃদ্ধিতে পিরোজপুরের সাত উপজেলার সাধারণ কৃষকেরা বিপাকে পড়েছেন। এই অঞ্চলের কৃষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। কৃষকেরা মনে করছেন সারের দাম বাড়ার কারণে রবিশস্য, ধান ও সবজি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে।
জেলার বিভিন্ন উপজেলার সারের বাজারে দেখা গেছে, ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, টিএসপি, এমওপিসহ বিভিন্ন ধরনের সারের দাম কেজিপ্রতি পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২২ টাকা থেকে বেড়ে ২৭ টাকা, ডিএপি ১৬ টাকা থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। অন্যদিকে পাঁচ টাকা বেড়ে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২৫ টাকা, ডিএপির দাম ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৮ টাকা হয়েছে; যা আগে ছিল ইউরিয়া ও টিএসপি ২০ টাকা, ডিএপি ১৪ টাকা এবং এমওপি ১৩ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, পিরোজপুরে জেলা মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ইন্দুরকানী ও পিরোজপুর সদর উপজেলায় প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হতে পারে। হাইব্রিড, উফশী, স্থানীয় ও বোনা আমন মিলিয়ে কয়েক শতাধিক চাষি ৬৫ হাজার হেক্টর জমিতে আমনের চাষ করবেন। এ ছড়া রবিশস্য, ফল,, সবজিসহ বিভিন্ন ফসলও চাষ হবে। সারের দাম না কমলে প্রান্তিক পর্যায়ের সব কৃষকের ওপরই এর প্রভাব পড়বে।
কৃষক আনোয়ার মিয়া বলেন, ‘চলতি বছর তরমুজসহ বিভিন্ন সবজির চাষ করেছি। সারের দাম বৃদ্ধির কারণে অনেক ভোগান্তিতে আছি। বিশেষ করে তরমুজের খেত পানিতে ডুবে যাওয়ায় ব্যবসার মুখ দেখিনি। এর মধ্যে সারের দাম বাড়িয়ে আর কমানোর নাম নেই। কীভাবে আমরা ফসল ফলাব? সামনেই আমনের সময় বীজতলা থেকে শুরু করে সব ক্ষেত্রেই সারের দরকার। তাই সারের দাম কমানো দরকার।’
কৃষক হান্নান শেখ বলেন, ‘সামনেই আমনের সিজন। প্রথমে বীজতলা, এরপর রোপণের পরের ধাপই হলো সার দেওয়া। কিন্তু এখন সারের দাম অত্যধিক, যা কৃষকদের আয়ত্তের বাইরে। ইউরিয়া, টিএসপি, টিএমপি, এমওপি সব সারেরই দাম বেড়েছে। একদিকে তেলের দাম অন্যদিকে সারের দাম বাড়ায় আমনের চাষে ব্যাপক প্রভাব পড়বে।’
চাষি হামিদ মিয়া বলেন, ‘জমি বর্গা নিয়ে চাষাবাদ করা কৃষকদের অবস্থা অনেক খারাপ। তেলের দামের সঙ্গে সারের দাম বাড়ায় কৃষকদের মাথায় হাত। সারের দাম কমানো না হলে বর্গাচাষিদের চাষাবাদ করা অসম্ভব হবে।’
সারের দাম বাড়লে বিভিন্ন কীটনাশকের দামও বাড়ে জানিয়ে জমির মালিক মিল্টন মজুমদার বলেন, ‘আম ও লিচুগাছে ফল এসেছে। এ সময় পোকা নিধনের জন্য সার ও ওষুধ ছিটানো দরকার। সাররে দাম বাড়লে ওষুধের দামও বাড়ে। সার ও ওষুধের দাম না কমালে সাধারণ কৃষকেরা চাষাবাদবিমুখ হয়ে পড়বেন।’
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, সরকার সারসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের সুবিধার্থে ভর্তুকি দিয়ে যাচ্ছে। এর মধ্যে সার উল্লেখযোগ্য। সারের দাম বাড়ার কারণে উৎপাদনে তেমন প্রভাব পড়বে না। সারের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে সরকারের ভর্তুকির জায়গাটা কমানো হয়েছে। এ ছাড়া কৃষকদের আমনের বীজ ও সার সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৩০ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে