ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফুলবাড়িয়ায় হামলা চালানোর অভিযোগে একটি মামলার আসামি উপজেলা লীগের সহ–সভাপতি ময়েজ উদ্দিন তরফদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা–ঢাকা দেওয়া এই আওয়ামী লীগ নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
কিন্তু আগামী ২৭ জানুয়ারি (সোমবার) উপজেলার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তাঁকে বিশেষ অতিথি করা হয়েছে। ওই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগমের।
এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুমন মিয়া বলেন, পুলিশের তালিকায় পলাতক আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি করে কাজটি ঠিক করেননি প্রধান শিক্ষক।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হিসেবে ময়েজ উদ্দিনকে আমি অতিথি করেছি।’
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি মোহসিনা বেগমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ময়েজ উদ্দিন তরফদারকে বিশেষ অতিথি করার বিষয়ে আমি কিছু জানি না।’
ময়েজ উদ্দিনের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, তিনি মামলার পলাতক আসামি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফুলবাড়িয়ায় হামলা চালানোর অভিযোগে একটি মামলার আসামি উপজেলা লীগের সহ–সভাপতি ময়েজ উদ্দিন তরফদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা–ঢাকা দেওয়া এই আওয়ামী লীগ নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
কিন্তু আগামী ২৭ জানুয়ারি (সোমবার) উপজেলার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তাঁকে বিশেষ অতিথি করা হয়েছে। ওই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগমের।
এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুমন মিয়া বলেন, পুলিশের তালিকায় পলাতক আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি করে কাজটি ঠিক করেননি প্রধান শিক্ষক।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হিসেবে ময়েজ উদ্দিনকে আমি অতিথি করেছি।’
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি মোহসিনা বেগমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ময়েজ উদ্দিন তরফদারকে বিশেষ অতিথি করার বিষয়ে আমি কিছু জানি না।’
ময়েজ উদ্দিনের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, তিনি মামলার পলাতক আসামি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে