কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউসুফ আলীর নামের পাশে ‘ভোট চোর’ লেখা থাকার ঘটনাটায় তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায়কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।
আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রে পর্যালোচনা করেছেন সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায়।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে স্থানীয় এক সাংবাদিক জাতীয় তথ্য বাতায়নে উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানের নামের পাশের লেখাটি তদন্ত করে দেখা হচ্ছে। টেকনিক্যাল দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে। ইউএনওর কাছে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রশাসনিকভাবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সহকারী প্রোগ্রামার বিষয়টি তদন্ত করে দেখছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
এ দিকে জাতীয় তথ্য বাতায়নে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ লেখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি পোর্টালে একজন জনপ্রতিনিধির নামের পাশে এমন শব্দ লেখা থাকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলাবাসী।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর লেখাটি মুছে ফেলা হয় এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দেওয়া হয়। বাতায়ন ঘেঁটে দেখা গেছে, গত শনিবার সবশেষ বেলা ১টা ৫৭ মিনিটের দিকে তথ্য হালনাগাদ করা হয়েছে।

জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউসুফ আলীর নামের পাশে ‘ভোট চোর’ লেখা থাকার ঘটনাটায় তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায়কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।
আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রে পর্যালোচনা করেছেন সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায়।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে স্থানীয় এক সাংবাদিক জাতীয় তথ্য বাতায়নে উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানের নামের পাশের লেখাটি তদন্ত করে দেখা হচ্ছে। টেকনিক্যাল দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে। ইউএনওর কাছে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রশাসনিকভাবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সহকারী প্রোগ্রামার বিষয়টি তদন্ত করে দেখছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
এ দিকে জাতীয় তথ্য বাতায়নে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ লেখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি পোর্টালে একজন জনপ্রতিনিধির নামের পাশে এমন শব্দ লেখা থাকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলাবাসী।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর লেখাটি মুছে ফেলা হয় এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দেওয়া হয়। বাতায়ন ঘেঁটে দেখা গেছে, গত শনিবার সবশেষ বেলা ১টা ৫৭ মিনিটের দিকে তথ্য হালনাগাদ করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৬ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে