Ajker Patrika

খুলনায় রেললাইনে অবরোধ, ট্রেনের শিডিউল বিপর্যয়

খুলনা প্রতিনিধি
খুলনায় ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
খুলনায় ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

খুলনায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করার কারণে আড়াই ঘণ্টা রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস দৌলতপুর রেলস্টেশনের কাছে আটকে রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের আহ্বানে আজ রোববার দুপুর থেকে নগরীর দৌলতপুরস্থ বিএল কলেজের সামনের রেললাইনের ওপর অবরোধ কর্মসূচি পালিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলার ফলে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছাড়েনি। বিকেল ৪টা থেকে ট্রেনটি যাত্রী নিয়ে খুলনা রেলস্টেশনে আটকে আছে। ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আড়াই ঘণ্টা আটকে থাকা যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এদিকে সন্ধ্যার পর শিক্ষার্থীরা বিসিএসর অ্যাডমিট কার্ড পোড়ানো কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা বলেন, অতীতেও বিসিএসের জন্য যৌক্তিক সময় দেওয়া হয়েছে। কিন্তু ৪৭তম বিসিএসের জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। এ জন্য ঢাকাসহ সারা দেশে যে আন্দোলন চলছে, তার সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশেষ করে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা এ রেল অবরোধ কর্মসূচি পালন করছেন। যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে বলে তাঁরা জানান।

এদিকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে খুলনা রেলস্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, ‘এখনো অবরোধ চলছে। তবে সন্ধ্যা ৭টার পর ঢাকা থেকে অবরোধ প্রত্যাহারের নির্দেশনা আসতে পারে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। আপাতত ট্রেন চলছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ