
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কুয়েটের সাতটি হলের মধ্যে রোকেয়া হলটি ছাত্রীদের। এই হলের প্রভোস্ট হলেন অধ্যাপক মো. আশরাফুল আলম। আর এই ৩৪ লাখ টাকা হলের সংস্কারকাজে ব্যয় করার কথা ছিল বলে জানা গেছে।
হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টের যৌথ স্বাক্ষরে টাকা উঠলেও সহকারী হল প্রভোস্ট তাসমি আক্তারের দাবি, তিনি চেকে স্বাক্ষর করে চলে যান। সেখানে অ্যামাউন্ট বসিয়ে ৩৪ লাখ টাকা উঠিয়েছেন প্রভোস্ট।
জনতা ব্যাংকের কুয়েট করপোরেট শাখার স্টেটমেন্টে দেখা যায়, গত ২৯ জুলাই এ টাকা ওঠানো হয়। এ বিষয়ে ব্যাংক ম্যানেজার আব্দুল হামিদ বলেন, ১০ লাখ টাকার ওপরে কেউ তুললে সেটি শুধু বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়। এ ক্ষেত্রেও সেটিই করা হয়েছে। তা ছাড়া হিসাবধারী বা যাঁর বা যাঁদের স্বাক্ষরে টাকা ওঠানোর কথা, তাঁর বা তাঁদের স্বাক্ষরে চেক এলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে বাধ্য।
জানতে চাইলে কুয়েটের রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক মো. আশরাফুল আলম বলেন, পারিবারিক কারণে টাকাটা ওঠানো হয়েছিল। পরে সেটি জমা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে কয়েক কিস্তিতে জমা দেওয়া হবে। পারিবারিক কাজে এভাবে হলের টাকা ওঠানোর সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, একটি লোনের জন্য চেষ্টা করা হয়েছে। লোন পেলেই টাকাটা সমন্বয় করা হবে।
এদিকে কুয়েটের একটি সূত্র জানায়, হল প্রভোস্ট আশরাফুলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে গত বছর সেপ্টেম্বর মাসে রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে তিনি দায়িত্ব পান। এর পরপরই তিনি তাঁর এক আত্মীয়কে হলে চাকরি দেন। এ ছাড়া অর্থের বিনিময়ে প্লাম্বার পদে একজন, লাইব্রেরিয়ান পদে দুজন, ঝাড়ুদার পদে একজন এবং সুইপার পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, তিনি চেষ্টা করছেন স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব পালনের।
জানতে চাইলে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, ‘হলের টাকা কীভাবে উত্তোলন হলো, সেটি হল প্রভোস্ট এবং যাঁরা এর সঙ্গে দায়িত্বে নিয়োজিত, তাঁরাই ভালো জানেন। আমার কাছে অভিযোগ এলে সেটি নিয়ে কী করা যায়, তখন দেখা যাবে।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে