
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের গ্রামের বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিশেষ প্রয়োজন ছাড়া এই বাড়িতে আসেন না তিনি।
এদিকে স্থানীয় লোকজন আক্তারুজ্জামান শাহীনের ব্যাপারে মুখ খুলতে নারাজ। তাঁরা বলছেন, ‘বড়লোকের ব্যাপার, মাথা ঘামাই না।’
আক্তারুজ্জামান শাহীনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আক্তারুজ্জামান শাহীন মাঝেমধ্যে এলাকায় এসে বাংলো বাড়িতে থাকতেন। অনেক সময় তিনি কবে দেশে আসছেন, তাও বলতেন না।
আজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরে শাহীনের বড় ভাইয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তিনি একাই রয়েছেন। এরপর এলাঙ্গী গ্রামে আক্তারুজ্জামান শাহীনের বাগানবাড়িতে গিয়ে দেখা যায় তালাবদ্ধ রয়েছে বাড়ির প্রধান ফটক। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। বাড়ির ভেতর দেখার সুযোগ হয়নি এলাকার কোনো মানুষের।
বিষয়টি নিয়ে শাহীনের বড় ভাই সহিদুজ্জামান সেলিম বলেন, ‘শাহীন আমার ভাই। তিনি এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবেন, এটা বিশ্বাস হয়নি আমাদের। তবে প্রশাসনের উচিত, সঠিক তদন্ত করা। যদি ভাই দোষী হন, তাহলে প্রচলিত আইনে তাঁকে শাস্তি দেওয়া হোক এটা আমরা চাই। এমপি আনারের সঙ্গে তাঁর একটা পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে কী ব্যবসা ছিল, তা আমরা কখনো জানতে পারিনি।’
আক্তারুজ্জামান শাহীনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় শরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয় নিয়ে কিছু বলতে পারব না। তারা বড়লোক মানুষ, কোটি কোটি টাকার ব্যাপার। কিছু বলে থানায়, কোর্টে দৌড়ঝাঁপ করতে পারব না। কৃষক মানুষ, কৃষিকাজ করেই চলতে চাই।’ তাঁর মতো এলাকার একাধিক ব্যক্তি একই মন্তব্য করেন।
আরও পড়ুন:

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে