
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোটি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক হতভাগ্য পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামের কৃষক হাসান আলীর ছেলে সাগর হোসেন (২২)। তিনি বেইলি রোডের ওই ভবনটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
কৃষক বাবার সংসারে দারিদ্র্যের কারণে উচ্চমাধ্যমিকের পর আর পড়াশোনা চালাতে পারেননি সাগর। ইচ্ছে ছিল, ভাগ্যোন্নয়নের বিদেশে যাবেন কিন্তু অর্থাভাবে সেটিও হয়নি। তাই বিদেশযাত্রার অর্থ জোগাতে ঢাকায় এসে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ শুরু করেন সাগর। মাকে গতকাল বৃহস্পতিবারও ফোনে জানিয়েছিলেন, দ্রুতই বাড়ি ফিরবেন। তবে হতভাগ্য মা বুঝতে পারেননি, পরের দিনই নিথর দেহে তাঁর কোলে ফিরবেন সাগর।
আগুনে পুড়ে ভাতিজার মৃত্যুর খবর পেয়ে আজ শুক্রবার সকালে ঢাকায় আসেন সাগরের চাচা আবু তালেব। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আমতলায় বসে বিলাপ করছিলেন আবু তালেব আর বারবার মূর্ছা যাচ্ছিলেন।
আবু তালেবের বড় ভাই হাসান আলী। সাগর তাঁর ছোট ছেলে। আবু তালেব বিলাপ করে বলেন, ‘দুই সন্তানের মধ্যে সাগর বড়। সংসারে অভাবের কারণে উচ্চমাধ্যমিক পাশের পর আর পড়াশোনা করতে পারেনি। বিদেশে যাওয়ার টাকা দিতে পারিনি। তাই ছেলে গত বছরের জুলাইয়ে ঢাকায় এসেছে কাজ করে বিদেশে যাওয়ার টাকা জমাতে। আমার বড় ভাইয়ের ছেলে মালয়েশিয়া থাকে, সেখানেই যাওয়ার কথা ছিল। আমিও চেয়েছিলাম, ফসল বিক্রির টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠাব। তবে ঢাকায় কোন কোম্পানিতে কাজ করত সেটিও জানি না।’
আবু তালেব আরও বলেন, ‘গতকাল রাতেও ছেলে তার মায়ের সঙ্গে কথা বলেছে। কয়েক দিন পর বাড়িতে ফেরার কথা ছিল। এরই মধ্যে রাতে বিদেশ থেকে আমার ভাতিজা জানায় যে, সাগর যেখানে চাকরি করত সেখানে আগুন লেগে সে আহত হয়েছে। সকালে জানতে পারি সে আর বেঁচে নেই। ভোরে রওনা দিয়ে মাত্র ঢাকায় এলাম।’
ছেলের মরদেহ শনাক্ত করার আবু তালেব বলেন, ‘আমার ভাতিজার চেহারা ছাড়া পুরো শরীর পুড়ে গেছে। তবে চেহারাটা দেখে চেনা গেছে। এ ছাড়া হাতে থাকা ব্রেসলেট দেখে ছেলেকে শনাক্ত করেছি।’
সাগর পাবনার ফরিদপুরের ইউনুস আলী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ঢাকায় এসে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। সর্বশেষ বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনের নিরাপত্তাকর্মী দায়িত্ব ছিলেন ছিলেন। বাবা হাসান আলী অসুস্থ। ছেলের লাশ নিতে তিনি ঢাকায় আসতে পারেননি।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
১ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
৩০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
৩৫ মিনিট আগে
সকাল থেকেই আইনপুর মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। অনেককে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে জনসভাস্থলে আসতে দেখা গেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা শেষে মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
১ ঘণ্টা আগে