সাভারের আশুলিয়ায় ঝড়ের কবলে ও বৃষ্টির পানিতে একটি পোলট্রি ফার্মের প্রায় তিন হাজার মুরগির বাচ্চা মারা গেছে। সেই সঙ্গে ঝড়ের কবলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কয়েকটি গবাদিপশুর খামার ও বিভিন্ন ঝুট গোডাউনের ব্যবসায়ীরা।
আজ শনিবার সকালের ঝড়-বৃষ্টিতে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নোরিঙ্গারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
অভি পোলট্রি ফার্মের মালিক নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালের ঝড়ে খামারের টিনের চাল উড়ে যায়। পরে পানি ঢুকে আমার সব মুরগির বাচ্চা মারা যায়। বাচ্চার দামই তো প্রায় ২ লাখ টাকা। আর টিনের খরচ মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
মুরগির খামার ছাড়াও পার্শ্ববর্তী আরেকটি গরুর খামারের টিনের চাল উড়ে গেছে। খামারের মালিক লুৎফর রহমান বলেন, ‘খামারের চাল উড়ে গিয়ে প্রায় ৫ থেকে ৭ শ গজ দূরে পড়েছে। কর্মচারী দিয়ে এখন সেগুলো আনা হচ্ছে। গরুর তেমন ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে, বাকিটা ডাক্তার এসে বলতে পারবে।’
আশপাশের অন্তত ১০টি ঝুটের গোডাউনও একই ধরনের ক্ষতির শিকার হয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে টিনের তৈরি গোডাউনগুলো। ভেতরে থাকা বেশির ভাগ জিনিসই ভিজে নষ্ট হয়েছে।
এ বিষয়ে ঝুটের গোডাউনের কর্মচারী সিদ্দিক বলেন, চাল উড়ে গিয়ে কোথায় গিয়েছে জানি না। ঘরের মাল যা ছিল ৬-৭ লাখ টাকার সব ভিজে গেছে। রোদে শুকালে অর্ধেক মালামাল আবার ব্যবহার করা যেতে পারে, নয়তো সব বাদ। আবার ব্যবসা শুরু করতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।’

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৮ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে