নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে আবারও কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন চারজন। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার কামাল রোডে এ হামলার ঘটনা ঘটে। সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, কামাল রোড এলাকার রিফাত (২৫), তারেক (২২), সাগর (৪০) ও রাশেদ (৩০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে কামাল রোড থেকে ২০০ গজ দূরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন নামে এক তরুণ নিহত হন।
গত মঙ্গলবার রাতে হামলার শিকার হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রিফাত বলেন, ‘রাত ৯টার দিকে আমি মোটরসাইকেল চালিয়ে কামাল রোড দিয়ে যাচ্ছিলাম। এ সময় আজিজের বাড়িসংলগ্ন রাশেদের মুদি দোকানের সামনে হট্টগোল শুনতে পাই। সড়কের পাশে মোটরসাইকেল রেখে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি দোকানি রাশেদের কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাং লিডার হৃদয়ের সহযোগী সোহাগ, রিপন, জাহিদসহ কয়েকজন তাঁর (রাশেদ) কাছে চাঁদা দাবি করছে।’
রিফাত আরও বলেন, ‘বিষয়টি জানতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার দিকে তেড়ে আসে। বিপদ বুঝে ঘটনাস্থল ছেড়ে মোটরসাইকেল নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। এ সময় সোহাগ ও জাহিদ আমার গতি রোধ করে হুমকি দেয়। আমি বিষয়টি মোবাইল ফোনে পুলিশকে জানানোর চেষ্টা করি। তখন সোহাগ ও জাহিদ মোবাইল ফোন কেড়ে নিয়ে আমার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। আমার চিৎকারে তারেক, সাগর ও রাশেদ এগিয়ে এলে ওরা তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, চারজনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ বুধবার ভোরে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

ঢাকার সাভারে আবারও কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন চারজন। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার কামাল রোডে এ হামলার ঘটনা ঘটে। সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, কামাল রোড এলাকার রিফাত (২৫), তারেক (২২), সাগর (৪০) ও রাশেদ (৩০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে কামাল রোড থেকে ২০০ গজ দূরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন নামে এক তরুণ নিহত হন।
গত মঙ্গলবার রাতে হামলার শিকার হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রিফাত বলেন, ‘রাত ৯টার দিকে আমি মোটরসাইকেল চালিয়ে কামাল রোড দিয়ে যাচ্ছিলাম। এ সময় আজিজের বাড়িসংলগ্ন রাশেদের মুদি দোকানের সামনে হট্টগোল শুনতে পাই। সড়কের পাশে মোটরসাইকেল রেখে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি দোকানি রাশেদের কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাং লিডার হৃদয়ের সহযোগী সোহাগ, রিপন, জাহিদসহ কয়েকজন তাঁর (রাশেদ) কাছে চাঁদা দাবি করছে।’
রিফাত আরও বলেন, ‘বিষয়টি জানতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার দিকে তেড়ে আসে। বিপদ বুঝে ঘটনাস্থল ছেড়ে মোটরসাইকেল নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। এ সময় সোহাগ ও জাহিদ আমার গতি রোধ করে হুমকি দেয়। আমি বিষয়টি মোবাইল ফোনে পুলিশকে জানানোর চেষ্টা করি। তখন সোহাগ ও জাহিদ মোবাইল ফোন কেড়ে নিয়ে আমার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। আমার চিৎকারে তারেক, সাগর ও রাশেদ এগিয়ে এলে ওরা তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, চারজনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ বুধবার ভোরে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে