নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে আবারও কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন চারজন। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার কামাল রোডে এ হামলার ঘটনা ঘটে। সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, কামাল রোড এলাকার রিফাত (২৫), তারেক (২২), সাগর (৪০) ও রাশেদ (৩০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে কামাল রোড থেকে ২০০ গজ দূরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন নামে এক তরুণ নিহত হন।
গত মঙ্গলবার রাতে হামলার শিকার হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রিফাত বলেন, ‘রাত ৯টার দিকে আমি মোটরসাইকেল চালিয়ে কামাল রোড দিয়ে যাচ্ছিলাম। এ সময় আজিজের বাড়িসংলগ্ন রাশেদের মুদি দোকানের সামনে হট্টগোল শুনতে পাই। সড়কের পাশে মোটরসাইকেল রেখে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি দোকানি রাশেদের কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাং লিডার হৃদয়ের সহযোগী সোহাগ, রিপন, জাহিদসহ কয়েকজন তাঁর (রাশেদ) কাছে চাঁদা দাবি করছে।’
রিফাত আরও বলেন, ‘বিষয়টি জানতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার দিকে তেড়ে আসে। বিপদ বুঝে ঘটনাস্থল ছেড়ে মোটরসাইকেল নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। এ সময় সোহাগ ও জাহিদ আমার গতি রোধ করে হুমকি দেয়। আমি বিষয়টি মোবাইল ফোনে পুলিশকে জানানোর চেষ্টা করি। তখন সোহাগ ও জাহিদ মোবাইল ফোন কেড়ে নিয়ে আমার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। আমার চিৎকারে তারেক, সাগর ও রাশেদ এগিয়ে এলে ওরা তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, চারজনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ বুধবার ভোরে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

ঢাকার সাভারে আবারও কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন চারজন। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার কামাল রোডে এ হামলার ঘটনা ঘটে। সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, কামাল রোড এলাকার রিফাত (২৫), তারেক (২২), সাগর (৪০) ও রাশেদ (৩০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে কামাল রোড থেকে ২০০ গজ দূরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন নামে এক তরুণ নিহত হন।
গত মঙ্গলবার রাতে হামলার শিকার হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রিফাত বলেন, ‘রাত ৯টার দিকে আমি মোটরসাইকেল চালিয়ে কামাল রোড দিয়ে যাচ্ছিলাম। এ সময় আজিজের বাড়িসংলগ্ন রাশেদের মুদি দোকানের সামনে হট্টগোল শুনতে পাই। সড়কের পাশে মোটরসাইকেল রেখে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি দোকানি রাশেদের কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাং লিডার হৃদয়ের সহযোগী সোহাগ, রিপন, জাহিদসহ কয়েকজন তাঁর (রাশেদ) কাছে চাঁদা দাবি করছে।’
রিফাত আরও বলেন, ‘বিষয়টি জানতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার দিকে তেড়ে আসে। বিপদ বুঝে ঘটনাস্থল ছেড়ে মোটরসাইকেল নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। এ সময় সোহাগ ও জাহিদ আমার গতি রোধ করে হুমকি দেয়। আমি বিষয়টি মোবাইল ফোনে পুলিশকে জানানোর চেষ্টা করি। তখন সোহাগ ও জাহিদ মোবাইল ফোন কেড়ে নিয়ে আমার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। আমার চিৎকারে তারেক, সাগর ও রাশেদ এগিয়ে এলে ওরা তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, চারজনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ বুধবার ভোরে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে