ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে জুমার নামাজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় শুরু না করায় ইমামকে শাসিয়েছে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ ওরফে ফরিদ জামান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ফরিদ জামান ১ টা ৩০ মিনিটের আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করেন। পরে ১ টা ৩০ মিনিটে নামাজ শুরু না হওয়ায় মসজিদে শোরগোল বাঁধিয়ে দেয়। বলে, ‘অনেকের অনেক কাজ থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, নামাজ কেন দেরি করা হচ্ছে—এসব বলে মসজিদে উচ্চবাচ্য করে এবং ইমামের দিকে তেড়ে আসে। পরবর্তীতে ইমাম দ্রুত নামাজ শেষ করে দেওয়ার কথা বলে নামাজ শুরু করে দেন।’
ঘটনার বিষয়ে জানতে ইমাম মো. আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কথা কাটাকাটি হয়েছে। পরে ফরিদ জামান নামাজের পর দেখা করে স্যরিও বলেছে।’
অভিযোগের বিষয়ে ফরিদ জামান আজকের পত্রিকা’কে বলেন, গত জুমায় ১ টা ২৯ মিনিটে গিয়ে দেখি এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এবারে দেখি নামাজ শুরুও হয়নি। নামাজ শুরু হয় ১ টা ৩৮ মিনিটে। তাই ইমাম সাহেবকে বলেছি নামাজ কেন দেরিতে পড়ানো হচ্ছে, শিক্ষার্থীদেরও তো কাজ থাকতে পারে।’
‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই’ বলে ভাইরাল ছাত্রলীগ নেতা
ফরিদ জামান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর আগে ভ্রাম্যমাণ এক দোকানিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার হন এই ছাত্রলীগ নেতা। ইমামকে শাসানোর বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কিছু শুনিনি। না জেনে মন্তব্য করতে পারব না।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত নই। খোঁজ নিচ্ছি।’
আরও খবর পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে জুমার নামাজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় শুরু না করায় ইমামকে শাসিয়েছে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ ওরফে ফরিদ জামান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ফরিদ জামান ১ টা ৩০ মিনিটের আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করেন। পরে ১ টা ৩০ মিনিটে নামাজ শুরু না হওয়ায় মসজিদে শোরগোল বাঁধিয়ে দেয়। বলে, ‘অনেকের অনেক কাজ থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, নামাজ কেন দেরি করা হচ্ছে—এসব বলে মসজিদে উচ্চবাচ্য করে এবং ইমামের দিকে তেড়ে আসে। পরবর্তীতে ইমাম দ্রুত নামাজ শেষ করে দেওয়ার কথা বলে নামাজ শুরু করে দেন।’
ঘটনার বিষয়ে জানতে ইমাম মো. আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কথা কাটাকাটি হয়েছে। পরে ফরিদ জামান নামাজের পর দেখা করে স্যরিও বলেছে।’
অভিযোগের বিষয়ে ফরিদ জামান আজকের পত্রিকা’কে বলেন, গত জুমায় ১ টা ২৯ মিনিটে গিয়ে দেখি এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এবারে দেখি নামাজ শুরুও হয়নি। নামাজ শুরু হয় ১ টা ৩৮ মিনিটে। তাই ইমাম সাহেবকে বলেছি নামাজ কেন দেরিতে পড়ানো হচ্ছে, শিক্ষার্থীদেরও তো কাজ থাকতে পারে।’
‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই’ বলে ভাইরাল ছাত্রলীগ নেতা
ফরিদ জামান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর আগে ভ্রাম্যমাণ এক দোকানিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার হন এই ছাত্রলীগ নেতা। ইমামকে শাসানোর বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কিছু শুনিনি। না জেনে মন্তব্য করতে পারব না।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত নই। খোঁজ নিচ্ছি।’
আরও খবর পড়ুন:

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে