চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশাচালককে গুলি করে হত্যার ঘটনায় মো. নাহিদ গাজী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ অক্টেবার) বিকেলে গ্রেপ্তার আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
গ্রেপ্তার নাহিদ গাজী জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হান্নান গাজীর ছেলে।
হত্যার শিকার অটোরিকশাচালক মিজানুর রহমান মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের পশ্চিম এখলাছপুরের মিজি বাড়ির ফয়েজ উল্ল্যাহর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, অটোরিকশাচালক মিজানুর নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। পৈতৃক ও নানার বাড়ি এখলাছপুর হওয়ায় তিনি মাঝে মাঝে গ্রামে বেড়াতে আসতেন। গত আগস্টে মতলব উত্তর উপজেলার হাশিমপুর গ্রামের মিন্টুর দোকানের সামনে কে বা কারা মিজানুরকে মারধর ও মাথায় গুলি করে পালিয়ে যায়। গত ১৩ আগস্ট দিবাগত রাত ১টা থেকে ভোররাত ৫টার মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে। পরে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ১৪ আগস্ট মতলব উত্তর থানায় একটি মামলা করেন নিহত ব্যক্তির স্ত্রী শারমিন আক্তার। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান মতলব উত্তর থানার এসআই (উপপরিদর্শক) দেলোয়ার হোসেন। গতকাল রাতে এসআই দেলোয়ার হোসেন ঢাকার বাড্ডা থেকে আসামি নাহিদ গাজীকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানায় নিয়ে আসেন।
উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের পরে গ্রেপ্তার আসামি নাহিদ তাঁর ছোট ভাই নাজমুলের মোবাইল ফোন দিয়ে নূরু খালাসী নামের এক ব্যক্তিকে ফোন দিয়ে বলেন, ‘মিজানকে মেরে ফেলছি, এবার তোর পাল্লা।’ এর সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়। বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, নাহিদকে গতকাল ঢাকার বাড্ডা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাঁকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশাচালককে গুলি করে হত্যার ঘটনায় মো. নাহিদ গাজী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ অক্টেবার) বিকেলে গ্রেপ্তার আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
গ্রেপ্তার নাহিদ গাজী জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হান্নান গাজীর ছেলে।
হত্যার শিকার অটোরিকশাচালক মিজানুর রহমান মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের পশ্চিম এখলাছপুরের মিজি বাড়ির ফয়েজ উল্ল্যাহর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, অটোরিকশাচালক মিজানুর নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। পৈতৃক ও নানার বাড়ি এখলাছপুর হওয়ায় তিনি মাঝে মাঝে গ্রামে বেড়াতে আসতেন। গত আগস্টে মতলব উত্তর উপজেলার হাশিমপুর গ্রামের মিন্টুর দোকানের সামনে কে বা কারা মিজানুরকে মারধর ও মাথায় গুলি করে পালিয়ে যায়। গত ১৩ আগস্ট দিবাগত রাত ১টা থেকে ভোররাত ৫টার মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে। পরে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ১৪ আগস্ট মতলব উত্তর থানায় একটি মামলা করেন নিহত ব্যক্তির স্ত্রী শারমিন আক্তার। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান মতলব উত্তর থানার এসআই (উপপরিদর্শক) দেলোয়ার হোসেন। গতকাল রাতে এসআই দেলোয়ার হোসেন ঢাকার বাড্ডা থেকে আসামি নাহিদ গাজীকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানায় নিয়ে আসেন।
উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের পরে গ্রেপ্তার আসামি নাহিদ তাঁর ছোট ভাই নাজমুলের মোবাইল ফোন দিয়ে নূরু খালাসী নামের এক ব্যক্তিকে ফোন দিয়ে বলেন, ‘মিজানকে মেরে ফেলছি, এবার তোর পাল্লা।’ এর সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়। বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, নাহিদকে গতকাল ঢাকার বাড্ডা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাঁকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে