খাগড়াছড়ি প্রতিনিধি
রং-বেরঙের ঐতিহ্যবাহী পোশাক আর নাচ-গানের মাধুর্যে মাতোয়ারা খাগড়াছড়ি। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ) অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ার বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের মাঠে মারমাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা শেষে মৈত্রী পানিবর্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসাস।
উদ্বোধনের পর উৎসবের প্রধান আকর্ষণ মৈত্রী পানিবর্ষণ শুরু হয়। একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরকে স্বাগত জানান মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষেরা। সেই সঙ্গে ওপেন কনসার্টে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন।
মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, ডিজিএফআই কমান্ডার কর্নেল আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, মারমা উন্নয়ন সংসদের উপদেষ্টা চাইথোং মারমা, সাধারণ সম্পাদক মংনু মারমা, সাংগ্রাই উদ্যাপন কমিটির আহ্বায়ক উচিংমং মারমা, মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা প্রমুখ।
মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা জানান, পুরোনো বছরের শেষ দুই দিন আর নতুন বছরের প্রথম দিন—এই তিন দিন উৎসব পালন করা হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ)। শরীরের রোগব্যাধি–জরা–দুঃখ–কষ্ট মুছে গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এই রি-আকাজা করা হয়।
রং-বেরঙের ঐতিহ্যবাহী পোশাক আর নাচ-গানের মাধুর্যে মাতোয়ারা খাগড়াছড়ি। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ) অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ার বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের মাঠে মারমাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা শেষে মৈত্রী পানিবর্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসাস।
উদ্বোধনের পর উৎসবের প্রধান আকর্ষণ মৈত্রী পানিবর্ষণ শুরু হয়। একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরকে স্বাগত জানান মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষেরা। সেই সঙ্গে ওপেন কনসার্টে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন।
মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, ডিজিএফআই কমান্ডার কর্নেল আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, মারমা উন্নয়ন সংসদের উপদেষ্টা চাইথোং মারমা, সাধারণ সম্পাদক মংনু মারমা, সাংগ্রাই উদ্যাপন কমিটির আহ্বায়ক উচিংমং মারমা, মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা প্রমুখ।
মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা জানান, পুরোনো বছরের শেষ দুই দিন আর নতুন বছরের প্রথম দিন—এই তিন দিন উৎসব পালন করা হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ)। শরীরের রোগব্যাধি–জরা–দুঃখ–কষ্ট মুছে গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এই রি-আকাজা করা হয়।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
৩ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
৩ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
৪ ঘণ্টা আগে