ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান।
এসআই সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি যাত্রাবিরতি শেষে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৩০-৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।
এসআই বলেন, ‘নিহত ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।’
আশুগঞ্জে রেললাইনে কাটা পড়া অজ্ঞাত যুবকের মরদেহ
আজ শনিবার সকালে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনে এবং কয়টার দিকে এ ঘটনা ঘটে, তা কেউ জানাতে পারেননি।
এসআই বলেন, ‘যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান।
এসআই সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি যাত্রাবিরতি শেষে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৩০-৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।
এসআই বলেন, ‘নিহত ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।’
আশুগঞ্জে রেললাইনে কাটা পড়া অজ্ঞাত যুবকের মরদেহ
আজ শনিবার সকালে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনে এবং কয়টার দিকে এ ঘটনা ঘটে, তা কেউ জানাতে পারেননি।
এসআই বলেন, ‘যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৩২ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে