
চট্টগ্রাম বন্দরে কন্টেইনারে পানির ফিল্টার মেশিনের ঘোষণা দিয়ে আনা ৫০ লাখ টাকার শলাকা সিগারেটের একটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ হওয়া এসব সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর থেকে ২০ ফুট লম্বা কনটেইনারটি থেকে বিপুল পরিমাণের এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোছা. আয়শা সিদ্দিকা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থাইল্যান্ড থেকে শিপিং এজেন্ট সামুডেরা শিপিং লাইন লিমিটেড এবং জাহাজ কুটা অ্যাঙ্গুন এর মাধ্যমে পণ্য চালানটির আমদানিকারক ছিলেন ঢাকার হামকো করপোরেশন।
তিনি আরও জানান, সিগারেটের চালানটি থাইল্যান্ড থেকে জাহাজে করে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে পরে তথ্য পেয়ে চালানটি কায়িক পরীক্ষা করা হয়। পরে মন্ড সুপার স্লিমস গ্রিন আপেল এবং মন্ড সুপার স্লিমস স্ট্রবেরি ব্র্যান্ডের ৫০ লাখ শলাকা (২৫ হাজার মিনি কার্টুন) সিগারেট পাওয়া যায়।
মিথ্যা ঘোষণা ও চোরাচালানের মাধ্যমে সিগারেট আমদানি করে সরকারের রাজস্ব ফাঁকির অপচেষ্টা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রযোজ্য সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে