আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামীণ সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শুরুর মাত্র দুদিন পরেই পিচ কার্পেটিংয়ের আস্তরণে হাত দিলেই উঠে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু হাইস্কুল মোড় থেকে বিজয় মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের সংস্কারকাজ পায় মেসার্স অনিক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী গোলাম নাদিম এবং পরিচালনায় আছেন গোলাম কিবরিয়া টনিক। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ২ হাজার ২৫০ মিটার রাস্তার কাজ শেষ করেছে। বাকি রয়েছে ২৫০ মিটার সড়কের কাজ।
জানা গেছে, ২২ সেপ্টেম্বর স্থানীয়রা সড়ক সংস্কারকাজের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। সে সময় সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজহারুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী আবু সায়েম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই হাত দিয়ে রাস্তার পিচ কার্পেটিং উঠিয়ে দেখিয়েছেন স্থানীয়রা। এতে স্থানীয়দের সঙ্গে প্রকৌশলী ও ঠিকাদারের বাগ্বিতণ্ডা হয় এবং বাকি ২৫০ মিটার কাজ না করেই কাজ বন্ধ করে দেন ঠিকাদার।
ঠিকাদার গোলাম কিবরিয়া টনিক বলেন, ‘স্থানীয়রা শুরু থেকেই নানা আবদার করছিল। আমি শুরু থেকেই বলেছি, শিডিউল অনুযায়ী কাজ হবে। ৬ দিনে ২ হাজার ২৫০ মিটার কার্পেটিং শেষ করেছি। বাকি ২৫০ মিটার কাজ করতে গেলে তাঁরা বলেন, ৩ ইঞ্চি পিচ দিতে হবে। আমি জানাই, শিডিউলে ১ ইঞ্চির কথা বলা আছে, তা-ও কিছুটা বাড়িয়ে দেব। কিন্তু তারা ইঞ্জিনিয়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এখন যেসব জায়গার পিচ উঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন করে কাজ করতে হবে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জানি। ঘটনাস্থলে গিয়ে আমিসহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তদন্ত করে দেখব। তারপর বিস্তারিত জানাতে পারব।’
চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি ঢাকায় মিটিংয়ে আছি।’ রাস্তার অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামীণ সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শুরুর মাত্র দুদিন পরেই পিচ কার্পেটিংয়ের আস্তরণে হাত দিলেই উঠে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু হাইস্কুল মোড় থেকে বিজয় মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের সংস্কারকাজ পায় মেসার্স অনিক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী গোলাম নাদিম এবং পরিচালনায় আছেন গোলাম কিবরিয়া টনিক। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ২ হাজার ২৫০ মিটার রাস্তার কাজ শেষ করেছে। বাকি রয়েছে ২৫০ মিটার সড়কের কাজ।
জানা গেছে, ২২ সেপ্টেম্বর স্থানীয়রা সড়ক সংস্কারকাজের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। সে সময় সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজহারুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী আবু সায়েম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই হাত দিয়ে রাস্তার পিচ কার্পেটিং উঠিয়ে দেখিয়েছেন স্থানীয়রা। এতে স্থানীয়দের সঙ্গে প্রকৌশলী ও ঠিকাদারের বাগ্বিতণ্ডা হয় এবং বাকি ২৫০ মিটার কাজ না করেই কাজ বন্ধ করে দেন ঠিকাদার।
ঠিকাদার গোলাম কিবরিয়া টনিক বলেন, ‘স্থানীয়রা শুরু থেকেই নানা আবদার করছিল। আমি শুরু থেকেই বলেছি, শিডিউল অনুযায়ী কাজ হবে। ৬ দিনে ২ হাজার ২৫০ মিটার কার্পেটিং শেষ করেছি। বাকি ২৫০ মিটার কাজ করতে গেলে তাঁরা বলেন, ৩ ইঞ্চি পিচ দিতে হবে। আমি জানাই, শিডিউলে ১ ইঞ্চির কথা বলা আছে, তা-ও কিছুটা বাড়িয়ে দেব। কিন্তু তারা ইঞ্জিনিয়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এখন যেসব জায়গার পিচ উঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন করে কাজ করতে হবে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জানি। ঘটনাস্থলে গিয়ে আমিসহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তদন্ত করে দেখব। তারপর বিস্তারিত জানাতে পারব।’
চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি ঢাকায় মিটিংয়ে আছি।’ রাস্তার অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
৮ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
৮ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
১৮ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে