নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম। তখন তিনি জুতা নিয়ে চড়াও হন ডিলারের লোকজনের ওপর। ডিলারের নিযুক্ত লোক মুক্তার হোসেনকে জুতাপেটা করেন তিনি।
আজ বুধবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠিতে একটি চাল বিতরণ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।
মুক্তার হোসেন দেহেরগতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ডিলার মো. শফিকুল ইসলাম আমাকে এক কেজি করে চাল কম দিতে নির্দেশনা দিয়েছেন। আমি সে অনুযায়ী কাজ করেছি। এ নিয়ে একজন সুবিধাভোগী নারীর সঙ্গে ওজনে কম দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি আমাকে তাঁর পায়ের জুতা দিয়ে আঘাত করেন।’
ডিলার মো. শফিকুল ইসলাম দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি তাঁর নিযুক্ত লোকের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে জানান।
দেহেরগতি ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন খান বলেন, মাপে চাল কম দেওয়ায় যাঁরা চাল বরাদ্দ পেয়েছেন, তাঁরা বিতরণকারীর গায়ে হাত তুলেছেন। সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন বলেন, চাল কম দেওয়ার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। চাল ওজনে যেন কম না হয়, সে বিষয়ে ডিলারকে বলা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভীন সাংবাদিকদের বলেন, ওজনে কম দেওয়া ও মারধরের বিষয়টি তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে জানবেন।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্সকে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম। তখন তিনি জুতা নিয়ে চড়াও হন ডিলারের লোকজনের ওপর। ডিলারের নিযুক্ত লোক মুক্তার হোসেনকে জুতাপেটা করেন তিনি।
আজ বুধবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠিতে একটি চাল বিতরণ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।
মুক্তার হোসেন দেহেরগতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ডিলার মো. শফিকুল ইসলাম আমাকে এক কেজি করে চাল কম দিতে নির্দেশনা দিয়েছেন। আমি সে অনুযায়ী কাজ করেছি। এ নিয়ে একজন সুবিধাভোগী নারীর সঙ্গে ওজনে কম দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি আমাকে তাঁর পায়ের জুতা দিয়ে আঘাত করেন।’
ডিলার মো. শফিকুল ইসলাম দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি তাঁর নিযুক্ত লোকের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে জানান।
দেহেরগতি ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন খান বলেন, মাপে চাল কম দেওয়ায় যাঁরা চাল বরাদ্দ পেয়েছেন, তাঁরা বিতরণকারীর গায়ে হাত তুলেছেন। সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন বলেন, চাল কম দেওয়ার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। চাল ওজনে যেন কম না হয়, সে বিষয়ে ডিলারকে বলা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভীন সাংবাদিকদের বলেন, ওজনে কম দেওয়া ও মারধরের বিষয়টি তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে জানবেন।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্সকে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে