মুলাদী (বরিশাল) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের লাশ পাওয়ার খবরে ঘটনাস্থলে যান তাঁর মেজো ভাই আবুল কালাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, এক-দেড় বছর ধরে কম কথা বলতেন আল আমিন। ২০২৩ সালে মা ও মেজো ভাইকে হারানোর পর অনেকটাই চুপ হয়ে যান তিনি।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরা থানা ভবনের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। তাঁর পায়ের সঙ্গে লাগোয়া চেয়ার দেখা যায়।
আল আমিন বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাচিরচর গ্রামের মৃত হাজি বেলায়েত হোসেন ব্যাপারীর ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
আল আমিনের ভাই মধুমতি ব্যাংকের কর্মকর্তা আবুল কালাম জানান, আল আমিনের স্ত্রী শরিফুন্নেছা পপি এবং রাদিয়া ও রাফিয়া নামের যমজ মেয়ে রয়েছে। মেয়েরা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা গ্রামের বাড়িতে খুব একটা আসে না। ২০২৩ সালে মা মারা যান এবং ৪ মাসের মাথায় বড় ভাই আব্দুস সালামের মৃত্যু হয়। সে সময় আল আমিন সবশেষ বাড়িতে আসে।
আবুল কালাম আরও জানান, এক থেকে দেড় বছর ধরে তাঁর সঙ্গে আল আমিন কম কথা বলতেন। কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তা কারও সঙ্গে শেয়ার করেননি। আল আমিনের স্ত্রীও কিছু বলতে পারছেন না। সেও স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন।
আল আমিনের প্রতিবেশী মামুন মাতুব্বর বলেন, ওসি আল আমিন অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের বাড়িতে বেশি না এলেও অনেকের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতেন।
আরও পড়ুন—

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের লাশ পাওয়ার খবরে ঘটনাস্থলে যান তাঁর মেজো ভাই আবুল কালাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, এক-দেড় বছর ধরে কম কথা বলতেন আল আমিন। ২০২৩ সালে মা ও মেজো ভাইকে হারানোর পর অনেকটাই চুপ হয়ে যান তিনি।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরা থানা ভবনের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। তাঁর পায়ের সঙ্গে লাগোয়া চেয়ার দেখা যায়।
আল আমিন বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাচিরচর গ্রামের মৃত হাজি বেলায়েত হোসেন ব্যাপারীর ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
আল আমিনের ভাই মধুমতি ব্যাংকের কর্মকর্তা আবুল কালাম জানান, আল আমিনের স্ত্রী শরিফুন্নেছা পপি এবং রাদিয়া ও রাফিয়া নামের যমজ মেয়ে রয়েছে। মেয়েরা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা গ্রামের বাড়িতে খুব একটা আসে না। ২০২৩ সালে মা মারা যান এবং ৪ মাসের মাথায় বড় ভাই আব্দুস সালামের মৃত্যু হয়। সে সময় আল আমিন সবশেষ বাড়িতে আসে।
আবুল কালাম আরও জানান, এক থেকে দেড় বছর ধরে তাঁর সঙ্গে আল আমিন কম কথা বলতেন। কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তা কারও সঙ্গে শেয়ার করেননি। আল আমিনের স্ত্রীও কিছু বলতে পারছেন না। সেও স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন।
আল আমিনের প্রতিবেশী মামুন মাতুব্বর বলেন, ওসি আল আমিন অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের বাড়িতে বেশি না এলেও অনেকের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতেন।
আরও পড়ুন—

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে