Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

উপবৃত্তির টাকায় পাখি পালন, মোটরসাইকেল কেনার টাকায় খামার করে স্বাবলম্বী লিমন

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২৩:৫৭

টাইগার ও সোনালি মুরগি হাতে নিজ খামারে লিমন সরকার। ছবি: আজকের পত্রিকা  উপবৃত্তির টাকায় দিয়ে শুরু করেন পাখি পালন। এরপর বাবা-মায়ের কাছ থেকে নেওয়া মোটরসাইকেল কেনার টাকা দিয়ে শুরু করেন মুরগির খামার। এভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার লিমন সরকার (২০) নামের এক কলেজ পড়ুয়া যুবক। 

তিনি উপজেলার চরকুড়া গ্রামের সোহরাব আলীর ছেলে ও সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

রোববার (১৯ মার্চ) এ নিয়ে কথা হয় লিমন সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘ছোট থেকেই ইচ্ছে ছিল নিজে নিজে কিছু করে টাকা আয় করব। এ জন্য উপবৃত্তির ১ হাজার ২০০ টাকা দিয়ে প্রথমে বিদেশি জাতের পাখি পালন করা শুরু করি। এরপর কোয়েল পাখি। কোয়েল পাখির তেমন লাভ না থাকায় বিক্রি করে দিই। এরপর বাড়ি থেকে মা-বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য ২ লাখ নেই। সেই টাকা দিয়ে মোটরসাইকেল না কিনে মুরগির খামার শুরু করি। বর্তমানে টাইগার জাতের ৮০০ ও সোনালি জাতের ১ হাজার ২০০টি মুরগি রয়েছে। বর্তমানে মুরগির বাজার মূল্য প্রতি কেজি ২৮৫ টাকা। এ দুই জাতের মুরগি বিক্রি করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা বিক্রি করা যাবে। যেখান থেকে প্রায় আড়াই লাখ টাকা লাভ হবে।’ 

প্রতি মাসে ৪৫-৫০ হাজার টাকা আয় করছেন জানিয়ে লিমন সরকার বেকার যুবকদের উদ্দেশে বলেন, ‘সবাই চাকরির পেছনে না ছুটে ছাত্র জীবন থেকে আয় করার চিন্তা ভাবনা করা উচিত। এতে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে অন্যদিকে বেকারত্ব কমবে।’ 

তিনি আরও বলেন, ‘আমার সমবয়সী বা আমার ছোট-বড় যারা স্বপ্ন দেখছেন নিজে কিছু করে পরিবারের পাশে দাঁড়াবেন। তারা যে যেই কাজে পারদর্শী সেই কাজের দ্বারা নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন।’ 

লিখন সরকারের বাবা সোহরাব আলী বলেন, ‘মুরগি খামার ও পাখি পালন করে আমার ছেলে মাসে টাকা আয় করছে এতে আমরা খুশি। আমি চাই আমার ছেলের মতো অন্য যুবক ছেলেরাও পড়াশোনার পাশাপাশি আয় করুক।’ 

নিজ খামারে মুরগিকে পরিচর্যা করছেন লিমন। ছবি: আজকের পত্রিকা  কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী বলেন, খামারিদের চিকিৎসা সেবা দেওয়াসহ সার্বিক সহযোগিতা করা হয়। 

বেকার তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তারা খামার করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে ও বেকারত্ব দূর করতে পারবে। শিক্ষিত যুবকেরা যদি খামার করতে আগ্রহী হন তাহলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগী করা হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    পাতা শুকানো নিয়ে ঝগড়া, ইফতারের পর সংঘর্ষে আহত ২০

    সালিসে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ৩ 

    লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

    চোখে আঘাত পাওয়া রাবির ৩ শিক্ষার্থীর বিদেশে চিকিৎসার খরচ দেবে প্রশাসন 

    চালককে বেঁধে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪ 

    শেরপুর নকল মূর্তি বিক্রি চক্রের দুজন গ্রেপ্তার

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি, অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    ইফতারের ৫ সুন্নত

    লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ