Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

নড়াইলে উদীচীর মঞ্চে পেট্রলবোমা হামলা, বৃষ্টির কারণে প্রতিবাদ কর্মসূচি বাতিল

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২১:২৮

 দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে পেট্রলবোমা হামলার মঞ্চের কয়েকটি অংশ পুড়ে যায়। ছবি: সংগৃহীত নড়াইলের বড়দিয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে মঞ্চে পেট্রলবোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৮ মার্চ) রাতে কালিয়া উপজেলার বড়দিয়ায় শেখ ফজিলাতুন নেছা মুজিব বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ আজ রোববারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। 

এদিকে ঘটনার প্রতিবাদে বড়দিয়া বাজারে উদীচী বড়দিয়া শাখা আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও গণসংগীতের আয়োজনের কথা থাকলেও প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির তা বাতিল করা হয়। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, উদীচী বড়দিয়া (নড়াইল) শাখা এ বছর দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গণসংগীত, ঢাকা থেকে আগত শিল্পীদের নিয়ে বাউলসংগীত এবং ভারত গণনাট্য সংঘের গণসংগীত পরিবেশনা। অনুষ্ঠানের প্রথম দিন গতকাল শনিবার আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মঞ্চের পেছন দিক থেকে মঞ্চ লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কিন্তু সেটি গাছে লেগে নিচে পড়ে যায় এবং সেখানে আগুন ধরে যায় এবং বিকট শব্দ হয়। 

পরে অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে পুনরায় মঞ্চের সামনে পড়ে আগুন ধরে যায়। এরপর সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যায়। রাত ২টার দিকে আবার মঞ্চে পেট্রলবোমা নিক্ষেপ করলে মঞ্চের শামিয়ানা ও ম্যাট পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। 

এ ব্যাপারে উদীচী বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, ‘অনুষ্ঠান চলাকালে দুবার এ ঘটনা ঘটলেও আমরা অনুষ্ঠান বন্ধ করিনি, অনুষ্ঠান চালিয়ে গিয়েছি। পরে রাত ২টার দিকে পুনরায় একটি পেট্রলবোমা ছুড়লে মঞ্চের শামিয়ানা ও বসার ম্যাট পুড়ে যায় এবং তিনটি বিস্ফোরণের বিকট শব্দ হয়। এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ওই স্থানে অনুষ্ঠানের অনুমতি বাতিল করে।’ 

 নিক্ষেপ করা পেট্রলবোমায় আগুন ধরে বিকট শব্দ হয়। ছবি: সংগৃহীত জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বি এম বরকতুল্লাহ এবং উদীচীর উপদেষ্টা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে বড়দিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও গণসংগীতের আয়োজনের কর্মসূচি থাকলেও বৃষ্টির কারণে এটি বাতিল করা হয়েছে।’ 

এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু এবং সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু এ ঘটনার নিন্দা এবং দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দু-এক দিনের মধ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানান তাঁরা। 

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেছেন, ‘অনুষ্ঠান চলাকালে পুলিশ ছিল। কে বা কারা প্লাস্টিকের বোতলে কেরোসিন বা পেট্রল ভরে অনুষ্ঠানে ছুড়ে মেরেছে। মঞ্চটাকে ক্ষতিগ্রস্ত করতে এটা করা হতে পারে। বিষয়টিতে পুলিশ তৎপর রয়েছে। এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি বা কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

    রাবিতে সংঘর্ষ: নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ