মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঘটা সড়ক দুর্ঘটনার কারণ জানতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লব কুমার হাজরাকে প্রধান করা হয়েছে। আগামী দুই কর্ম দিবসের মধ্যে এই কমিটিকে এ নিয়ে বিস্তারিত অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লব কুমার হাজরাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ ছাড়া কমিটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা থাকবেন। আগামী দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটিকে দুর্ঘটনার মূল কারণসহ বিস্তারিত অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
জেলা প্রশাসক রহিমা খাতুন আরও বলেন, ‘দুর্ঘটনায় নিহত প্রত্যেকের দাফন কাফনের জন্য পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হবে। সেই সঙ্গে আহতদের চিকিৎসা খরচের জন্য ৫ হাজার টাকা দেওয়া হবে।’
উল্লেখ্য, আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত ১৯ যাত্রীর নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে