Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সেই ইভিএম নষ্ট ছিল, ছিনতাই হয়নি: ইসি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯:৩৮

বুথ থেকে ইভিএম নিয়ে রাস্তায় নৌকার ক্যাম্পে যান যুবলীগ নেতা। ছবি: আজকের পত্রিকা চট্টগ্রামের বোয়ালখালীতে গত বৃহস্পতিবারের উপজেলা উপনির্বাচনে ভোট গ্রহণের সময় স্থানীয় এক যুবলীগ নেতা ইভিএমের যে ইউনিট ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, তা নষ্ট বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল শুক্রবার জানতে চাইলে ইসি আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হয়নি। একটি ব্যালট ইউনিট নষ্ট ছিল। সেটি পাশে রাখা ছিল। যিনি নিয়ে গেছেন, তাঁকে আটকও করা হয়েছে। আর প্যানেল নিলে তো ভোট দিতে পারবে না।’

নষ্টের দোহাই দিয়ে ইসি বিষয়টি এড়িয়ে গেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, ভোট গ্রহণের সময় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনাটি ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা রমণীমোহন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ৪ নম্বর বুথ থেকে ব্যালট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে। তাঁর কাছ থেকে ব্যালট ইউনিটটি উদ্ধার করেন একই সংগঠনের সভাপতি রতন চৌধুরী। এ ঘটনায় রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘শুধু ব্যালট নয়, ইভিএমও ছিনতাই হয়, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোয়ালখালীর ঘটনা। প্রকৃত অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।’ বোয়ালখালীর এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার দায় আছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে যুবলীগ নেতা নির্মলেন্দুর বিরুদ্ধে বোয়ালখালী থানায় বৃহস্পতিবার রাতে পেনাল কোডের ৩৮০ ও ৪১১ ধারায় মামলা করেছেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    কর্ণফুলী সদরঘাট : শ্রমিক থেকে ঘাটের ত্রাস

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

    ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস