নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে গত বৃহস্পতিবারের উপজেলা উপনির্বাচনে ভোট গ্রহণের সময় স্থানীয় এক যুবলীগ নেতা ইভিএমের যে ইউনিট ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, তা নষ্ট বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল শুক্রবার জানতে চাইলে ইসি আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হয়নি। একটি ব্যালট ইউনিট নষ্ট ছিল। সেটি পাশে রাখা ছিল। যিনি নিয়ে গেছেন, তাঁকে আটকও করা হয়েছে। আর প্যানেল নিলে তো ভোট দিতে পারবে না।’
নষ্টের দোহাই দিয়ে ইসি বিষয়টি এড়িয়ে গেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, ভোট গ্রহণের সময় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনাটি ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা রমণীমোহন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ৪ নম্বর বুথ থেকে ব্যালট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে। তাঁর কাছ থেকে ব্যালট ইউনিটটি উদ্ধার করেন একই সংগঠনের সভাপতি রতন চৌধুরী। এ ঘটনায় রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘শুধু ব্যালট নয়, ইভিএমও ছিনতাই হয়, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোয়ালখালীর ঘটনা। প্রকৃত অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।’ বোয়ালখালীর এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার দায় আছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুবলীগ নেতা নির্মলেন্দুর বিরুদ্ধে বোয়ালখালী থানায় বৃহস্পতিবার রাতে পেনাল কোডের ৩৮০ ও ৪১১ ধারায় মামলা করেছেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

চট্টগ্রামের বোয়ালখালীতে গত বৃহস্পতিবারের উপজেলা উপনির্বাচনে ভোট গ্রহণের সময় স্থানীয় এক যুবলীগ নেতা ইভিএমের যে ইউনিট ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, তা নষ্ট বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল শুক্রবার জানতে চাইলে ইসি আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হয়নি। একটি ব্যালট ইউনিট নষ্ট ছিল। সেটি পাশে রাখা ছিল। যিনি নিয়ে গেছেন, তাঁকে আটকও করা হয়েছে। আর প্যানেল নিলে তো ভোট দিতে পারবে না।’
নষ্টের দোহাই দিয়ে ইসি বিষয়টি এড়িয়ে গেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, ভোট গ্রহণের সময় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনাটি ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা রমণীমোহন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ৪ নম্বর বুথ থেকে ব্যালট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে। তাঁর কাছ থেকে ব্যালট ইউনিটটি উদ্ধার করেন একই সংগঠনের সভাপতি রতন চৌধুরী। এ ঘটনায় রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘শুধু ব্যালট নয়, ইভিএমও ছিনতাই হয়, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোয়ালখালীর ঘটনা। প্রকৃত অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।’ বোয়ালখালীর এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার দায় আছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুবলীগ নেতা নির্মলেন্দুর বিরুদ্ধে বোয়ালখালী থানায় বৃহস্পতিবার রাতে পেনাল কোডের ৩৮০ ও ৪১১ ধারায় মামলা করেছেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে