নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে গত বৃহস্পতিবারের উপজেলা উপনির্বাচনে ভোট গ্রহণের সময় স্থানীয় এক যুবলীগ নেতা ইভিএমের যে ইউনিট ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, তা নষ্ট বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল শুক্রবার জানতে চাইলে ইসি আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হয়নি। একটি ব্যালট ইউনিট নষ্ট ছিল। সেটি পাশে রাখা ছিল। যিনি নিয়ে গেছেন, তাঁকে আটকও করা হয়েছে। আর প্যানেল নিলে তো ভোট দিতে পারবে না।’
নষ্টের দোহাই দিয়ে ইসি বিষয়টি এড়িয়ে গেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, ভোট গ্রহণের সময় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনাটি ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা রমণীমোহন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ৪ নম্বর বুথ থেকে ব্যালট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে। তাঁর কাছ থেকে ব্যালট ইউনিটটি উদ্ধার করেন একই সংগঠনের সভাপতি রতন চৌধুরী। এ ঘটনায় রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘শুধু ব্যালট নয়, ইভিএমও ছিনতাই হয়, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোয়ালখালীর ঘটনা। প্রকৃত অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।’ বোয়ালখালীর এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার দায় আছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুবলীগ নেতা নির্মলেন্দুর বিরুদ্ধে বোয়ালখালী থানায় বৃহস্পতিবার রাতে পেনাল কোডের ৩৮০ ও ৪১১ ধারায় মামলা করেছেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

চট্টগ্রামের বোয়ালখালীতে গত বৃহস্পতিবারের উপজেলা উপনির্বাচনে ভোট গ্রহণের সময় স্থানীয় এক যুবলীগ নেতা ইভিএমের যে ইউনিট ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, তা নষ্ট বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল শুক্রবার জানতে চাইলে ইসি আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হয়নি। একটি ব্যালট ইউনিট নষ্ট ছিল। সেটি পাশে রাখা ছিল। যিনি নিয়ে গেছেন, তাঁকে আটকও করা হয়েছে। আর প্যানেল নিলে তো ভোট দিতে পারবে না।’
নষ্টের দোহাই দিয়ে ইসি বিষয়টি এড়িয়ে গেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, ভোট গ্রহণের সময় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনাটি ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা রমণীমোহন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ৪ নম্বর বুথ থেকে ব্যালট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে। তাঁর কাছ থেকে ব্যালট ইউনিটটি উদ্ধার করেন একই সংগঠনের সভাপতি রতন চৌধুরী। এ ঘটনায় রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘শুধু ব্যালট নয়, ইভিএমও ছিনতাই হয়, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোয়ালখালীর ঘটনা। প্রকৃত অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।’ বোয়ালখালীর এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার দায় আছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুবলীগ নেতা নির্মলেন্দুর বিরুদ্ধে বোয়ালখালী থানায় বৃহস্পতিবার রাতে পেনাল কোডের ৩৮০ ও ৪১১ ধারায় মামলা করেছেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৬ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে