
বক্সিংয়ে সর্বকালের সেরা মোহাম্মদ আলী। ১৯৯৯ সালে বিবিসির জরিপে যুক্তরাষ্ট্রের এই বক্সার ‘শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব’ হয়েছিলেন। বক্সিং রিংয়ের সাফল্যে তাঁর ডাক নাম হয়েছে ‘দ্যা গ্রেটেস্ট’।
আলী বক্সিংয়ের অনেক ঐতিহাসিক লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত শতাব্দীর সেরা বক্সিং ইভেন্ট ‘ফাইট অফ দ্যা সেঞ্চুরি’ ‘থ্রিলা ইন ম্যানিলা’ ও ‘দ্যা রাম্বল ইন দ্যা জঙ্গল’ ছিল অন্যতম। তাঁর ‘দ্যা রাম্বল ইন দ্যা জঙ্গল’ লড়াইয়ের জয়ী চ্যাম্পিয়নশিপ বেল্টটি এবার নিলামে উঠেছিল। যা বিক্রি হয়েছে ৫৮ কোটি ৩০ লাখ টাকায়।
আলীর চ্যাম্পিয়নশিপ বেল্টটি কেনার জন্য দুজন নিলামকারীর মধ্যে কয়েক ঘণ্টা ধরে নিলাম চলে। এর মধ্যে একজন জিম ইয়ারসে শেষ পর্যন্ত নিলামে জয়ী হন। জিম ইয়ারসে একজন মানবহৈতিষী ও দ্যা ইন্ডিয়ানাপোলিশ কোল্টসের মালিক। তিনি যুক্তরাষ্ট্রের ঐতিহ্য, ইতিহাস, ক্রীড়া ও পপ সংস্কৃতিকে অন্যদের কাছে তুলে ধরতে একটি মিউজিয়াম করেছেন। তাঁর সংগ্রহশালায় এলভিস প্রিসলি, জর্জ হ্যারিসন, জন লেলনের মতো কিংবদন্তি সংঙ্গীতজ্ঞদের গিটার আছে।
এবার বিংশ শতাব্দীর সেরা ক্রীড়াব্যক্তিত্বের চ্যাম্পিয়নশিপ বেল্ট কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইয়ারসে । তিনি বলেছেন,‘যুক্তরাষ্ট্রের ঐতিহ্য,ইতিহাস, ক্রীড়া ও পপ সংস্কৃতির অংশ হিসেবে আলীর বেল্টটি কিনেছি। আগামী ২ আগস্ট শিকাগো নেভি পিয়েরার ও ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপোলিশে বেল্টটি প্রদর্শন করা হবে। বেল্টটি কিনে গর্বিত।’
আলী ‘দ্যা রাম্বল ইন দ্যা জঙ্গল’ এর লড়াই মুখোমুখি হয়েছিলেন জর্জ ফোরম্যানের সঙ্গে। দুজনের মধ্যে ঐতিহাসিক লড়াইটি হয়েছিল ১৯৭৪ সালের ৩০ অক্টোবর। সেদিন কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে আলী অষ্টম রাউন্ডে ফোরম্যানকে নকআউট করেছিলেন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

বক্সিংয়ে সর্বকালের সেরা মোহাম্মদ আলী। ১৯৯৯ সালে বিবিসির জরিপে যুক্তরাষ্ট্রের এই বক্সার ‘শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব’ হয়েছিলেন। বক্সিং রিংয়ের সাফল্যে তাঁর ডাক নাম হয়েছে ‘দ্যা গ্রেটেস্ট’।
আলী বক্সিংয়ের অনেক ঐতিহাসিক লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত শতাব্দীর সেরা বক্সিং ইভেন্ট ‘ফাইট অফ দ্যা সেঞ্চুরি’ ‘থ্রিলা ইন ম্যানিলা’ ও ‘দ্যা রাম্বল ইন দ্যা জঙ্গল’ ছিল অন্যতম। তাঁর ‘দ্যা রাম্বল ইন দ্যা জঙ্গল’ লড়াইয়ের জয়ী চ্যাম্পিয়নশিপ বেল্টটি এবার নিলামে উঠেছিল। যা বিক্রি হয়েছে ৫৮ কোটি ৩০ লাখ টাকায়।
আলীর চ্যাম্পিয়নশিপ বেল্টটি কেনার জন্য দুজন নিলামকারীর মধ্যে কয়েক ঘণ্টা ধরে নিলাম চলে। এর মধ্যে একজন জিম ইয়ারসে শেষ পর্যন্ত নিলামে জয়ী হন। জিম ইয়ারসে একজন মানবহৈতিষী ও দ্যা ইন্ডিয়ানাপোলিশ কোল্টসের মালিক। তিনি যুক্তরাষ্ট্রের ঐতিহ্য, ইতিহাস, ক্রীড়া ও পপ সংস্কৃতিকে অন্যদের কাছে তুলে ধরতে একটি মিউজিয়াম করেছেন। তাঁর সংগ্রহশালায় এলভিস প্রিসলি, জর্জ হ্যারিসন, জন লেলনের মতো কিংবদন্তি সংঙ্গীতজ্ঞদের গিটার আছে।
এবার বিংশ শতাব্দীর সেরা ক্রীড়াব্যক্তিত্বের চ্যাম্পিয়নশিপ বেল্ট কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইয়ারসে । তিনি বলেছেন,‘যুক্তরাষ্ট্রের ঐতিহ্য,ইতিহাস, ক্রীড়া ও পপ সংস্কৃতির অংশ হিসেবে আলীর বেল্টটি কিনেছি। আগামী ২ আগস্ট শিকাগো নেভি পিয়েরার ও ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপোলিশে বেল্টটি প্রদর্শন করা হবে। বেল্টটি কিনে গর্বিত।’
আলী ‘দ্যা রাম্বল ইন দ্যা জঙ্গল’ এর লড়াই মুখোমুখি হয়েছিলেন জর্জ ফোরম্যানের সঙ্গে। দুজনের মধ্যে ঐতিহাসিক লড়াইটি হয়েছিল ১৯৭৪ সালের ৩০ অক্টোবর। সেদিন কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে আলী অষ্টম রাউন্ডে ফোরম্যানকে নকআউট করেছিলেন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে