Ajker Patrika

ভারত-নিউজিল্যান্ডের ফাইনালে জড়াল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৫: ৫৩
ফাইনাল খেলা হবে ভারত-পাকিস্তান ম্যাচের পিচে। ছবি: আইসিসি
ফাইনাল খেলা হবে ভারত-পাকিস্তান ম্যাচের পিচে। ছবি: আইসিসি

কাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সাক্ষাৎ হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের। ম্যাচের আগে একাদশ আর উইকেট নিয়ে চলছে আলোচনা। উইকেটের ধরনের ওপর নির্ভর করে সাধারণত একাদশ গড়ার চেষ্টা করে টিম ম্যানেজমেন্ট। দুবাইয়ের যে পিচে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলা হবে, তা একদম নতুন নয়। এই পিচে একটি ম্যাচ হয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

মজার ব্যাপার হলো, যে উইকেটে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ হবে, সে উইকেটে একটি ম্যাচ খেলেছে পাকিস্তানও। গ্রুপ পর্বে সে উইকেটে একটি ম্যাচই হয়েছিল, যেটিতে দেখা হয়েছিল ভারত-পাকিস্তানেরই। সে বিবেচনায় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উইকেটের কারণে জড়িয়ে গেল পাকিস্তানের নামও।

আইসিসি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচে হবে ফাইনাল। গত দুই সপ্তাহ কোনো খেলা হয়নি পিচটিতে। পরিচর্যায় সেটিকে প্রায় নতুন করে তুলেছেন দুবাইয়ের মাঠকর্মীরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ১০টি পিচ রয়েছে, যেগুলোর দেখাশোনা করছেন অস্ট্রেলিয়ান কিউরেটর ম্যাথু স্যান্ডেরি। এই পিচগুলো অনেকটাই কাছাকাছি প্রকৃতির—ধীর গতিসম্পন্ন এবং স্পিনারদের জন্য সহায়ক। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত চারটি ভিন্ন পিচ ব্যবহার করেছে এবং ফাইনালের এটিও এর মধ্যে একটি। এ উইকেট একদম কেন্দ্রস্থলে অবস্থিত। সর্বশেষ ম্যাচটি প্রায় দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত হওয়ায় এই পিচ বিশ্রামের যথেষ্ট সময় পেয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত