নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তান গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই সকালে তিনি উপস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ১০ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের উদ্বোধন করলেন। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এ সময় বিসিবি সভাপতি জানিয়েছেন, সদ্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলা মুশফিককে সংবর্ধনা দিতে চান তাঁরা।
লিগে অংশ নেওয়া ৬০ দলের ক্রিকেটাররা ১২টি গ্রুপে ভাগ হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। অংশগ্রহণকারী ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান অধিনায়ক শান্ত। এত দিন পর আবারও ১২০০ ক্রিকেটার নিয়ে বড় পরিসরে একটি লিগ আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ফারুক আহমেদ। তবে তাঁর সন্তুষ্টির আরেকটি বড় কারণ হলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল উপলক্ষে পাকিস্তান সফরে গিয়ে বিভিন্ন ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করা। সেখানে তিনি পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আইসিসি ইভেন্টে সব দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত থাকেন। ৫০ ওভারের ম্যাচ প্রায় ৬-৭ ঘণ্টা দীর্ঘ হয়, যা বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দারুণ সুযোগ তৈরি করে। আমি ফাইনাল ম্যাচ না দেখেই দেশে ফিরেছি, তবে এর আগে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নিয়েছি। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার সম্পর্ক ভালো থাকবে, তখন যেকোনো কিছু সহজে পাওয়া যাবে।’
এফটিপির বাইরে বাংলাদেশে পাকিস্তান সফর নিয়ে আশাবাদী ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’
ওয়ানডে সংস্করণ থেকে অবসর নেওয়া মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি। এ উইকেটরক্ষক-ব্যাটারের অবসর প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তান গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই সকালে তিনি উপস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ১০ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের উদ্বোধন করলেন। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এ সময় বিসিবি সভাপতি জানিয়েছেন, সদ্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলা মুশফিককে সংবর্ধনা দিতে চান তাঁরা।
লিগে অংশ নেওয়া ৬০ দলের ক্রিকেটাররা ১২টি গ্রুপে ভাগ হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। অংশগ্রহণকারী ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান অধিনায়ক শান্ত। এত দিন পর আবারও ১২০০ ক্রিকেটার নিয়ে বড় পরিসরে একটি লিগ আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ফারুক আহমেদ। তবে তাঁর সন্তুষ্টির আরেকটি বড় কারণ হলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল উপলক্ষে পাকিস্তান সফরে গিয়ে বিভিন্ন ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করা। সেখানে তিনি পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আইসিসি ইভেন্টে সব দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত থাকেন। ৫০ ওভারের ম্যাচ প্রায় ৬-৭ ঘণ্টা দীর্ঘ হয়, যা বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দারুণ সুযোগ তৈরি করে। আমি ফাইনাল ম্যাচ না দেখেই দেশে ফিরেছি, তবে এর আগে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নিয়েছি। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার সম্পর্ক ভালো থাকবে, তখন যেকোনো কিছু সহজে পাওয়া যাবে।’
এফটিপির বাইরে বাংলাদেশে পাকিস্তান সফর নিয়ে আশাবাদী ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’
ওয়ানডে সংস্করণ থেকে অবসর নেওয়া মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি। এ উইকেটরক্ষক-ব্যাটারের অবসর প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৪ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৮ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৯ ঘণ্টা আগে