
ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ডিরেক্টর ও কো–ফাউন্ডার মহেন্দ্র সোনি।
তুফান সিনেমার অন্যতম এই প্রযোজক ফেসবুকে লিখেছেন, ‘ট্রেলার রেডি, গান রেডি! পরিচালক রায়হান রাফীর অনুমোদনের অপেক্ষায় আছি। তিনি বললেন, “মুক্তির আগে আর কিছুই দরকার নেই।” তা-ও শাহরিয়ার শাকিলকে (প্রযোজক) বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন।’ পোস্টারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
তবে মহেন্দ্র সোনির এই পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ট্রেলার মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত। একজন লিখেছেন, ‘সিনেমা ভালো বিজনেস করতে গেলে ট্রেলার ছাড়তেই হবে ঈদের আগে।’ আরেকজন লিখেছেন, ‘তার মানে ট্রেলার, আর গান আর আসছে না! তুফান কি শুধুই শাকিবিয়ানরা দেখবে?
সবার কাছে তুফান পৌঁছানোর জন্য এবং তাদের হলে আনার জন্য প্রচারণা আরও দরকার। কিন্তু তুফান টিম কোনো প্রচারণা আর করছে না। কেমন জানি হাইপ কমে যাচ্ছে।’
এর আগে গত দুই ঈদে ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয় শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ‘তুফান’ সিনেমার টিজার এবং ‘লাগে উরাধুরা’ ও ‘তুফান’ শিরোনামের দুটি গান। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা।
তুফানে শাকিবের নায়িকা হয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও টালিউডের মিমি চক্রবর্তী। ভিলেন হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ডিরেক্টর ও কো–ফাউন্ডার মহেন্দ্র সোনি।
তুফান সিনেমার অন্যতম এই প্রযোজক ফেসবুকে লিখেছেন, ‘ট্রেলার রেডি, গান রেডি! পরিচালক রায়হান রাফীর অনুমোদনের অপেক্ষায় আছি। তিনি বললেন, “মুক্তির আগে আর কিছুই দরকার নেই।” তা-ও শাহরিয়ার শাকিলকে (প্রযোজক) বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন।’ পোস্টারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
তবে মহেন্দ্র সোনির এই পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ট্রেলার মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত। একজন লিখেছেন, ‘সিনেমা ভালো বিজনেস করতে গেলে ট্রেলার ছাড়তেই হবে ঈদের আগে।’ আরেকজন লিখেছেন, ‘তার মানে ট্রেলার, আর গান আর আসছে না! তুফান কি শুধুই শাকিবিয়ানরা দেখবে?
সবার কাছে তুফান পৌঁছানোর জন্য এবং তাদের হলে আনার জন্য প্রচারণা আরও দরকার। কিন্তু তুফান টিম কোনো প্রচারণা আর করছে না। কেমন জানি হাইপ কমে যাচ্ছে।’
এর আগে গত দুই ঈদে ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয় শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ‘তুফান’ সিনেমার টিজার এবং ‘লাগে উরাধুরা’ ও ‘তুফান’ শিরোনামের দুটি গান। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা।
তুফানে শাকিবের নায়িকা হয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও টালিউডের মিমি চক্রবর্তী। ভিলেন হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৯ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৯ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৯ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৯ ঘণ্টা আগে