সুনামগঞ্জ প্রতিনিধি

‘আমি মনে করে সব শ্রমিক, যাঁরা হাতে-পায়ে কাজ করেন, তাঁদের প্রতি ন্যায়বিচার করা উচিত। শ্রমিকেরা দারিদ্র্য-অবিচারের শিকার।’ আজ শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘চা-বাগানের মালিকেরা শ্রমিকদের কিছু কিছু সুযোগ-সুবিধা দেন, তবে টাকায় নয়। আমরা চাই ন্যায়বিচারের মজুরি দেওয়া হোক। সরকার এখনো ওই জায়গায় পৌঁছায়নি। তবে শিগগির সরকার ওই জায়গায় যাবে এবং শ্রমিকদের ন্যায়বিচার করা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের রিজার্ভ এখন ভালো আছে। ২০০৯ সালে বিএনপি সরকার ৫ মিলিয়ন ডলার রেখে গিয়েছিল। বর্তমানে আমরা খরচ করেও ৪০ মিলিয়ন ডলারের ওপরে রেখেছি। প্রবাসীদের পাঠানো টাকা আমাদের রিজার্ভ ভালো রেখেছে।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘গ্রাম-শহরের ব্যবধান কমিয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর উন্নয়ন অগ্রাধিকার দিয়ে কাজ করছি আমরা। সরকার কিছুটা টানাপোড়েনে থাকলেও সব সমস্যার সমাধান খুব শিগগির হবে। এ মাসই হয়তো কষ্টের শেষ মাস। আমরা সাধ্যমতো কাজ করছি। নৈতিক শক্তি ব্যবহার করেই উন্নয়নের যাত্রা অব্যাহত রেখেছি। সবার সহযোগিতার দরকার। সুনামগঞ্জ জেলার উন্নয়নের জন্য সবকিছুই করা হবে। জায়গার খোঁজ করছি, ছোট ছোট বিমান যেন নামতে পারে।’
জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহাব রাশেদ, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে প্রমুখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার ২৭৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।

‘আমি মনে করে সব শ্রমিক, যাঁরা হাতে-পায়ে কাজ করেন, তাঁদের প্রতি ন্যায়বিচার করা উচিত। শ্রমিকেরা দারিদ্র্য-অবিচারের শিকার।’ আজ শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘চা-বাগানের মালিকেরা শ্রমিকদের কিছু কিছু সুযোগ-সুবিধা দেন, তবে টাকায় নয়। আমরা চাই ন্যায়বিচারের মজুরি দেওয়া হোক। সরকার এখনো ওই জায়গায় পৌঁছায়নি। তবে শিগগির সরকার ওই জায়গায় যাবে এবং শ্রমিকদের ন্যায়বিচার করা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের রিজার্ভ এখন ভালো আছে। ২০০৯ সালে বিএনপি সরকার ৫ মিলিয়ন ডলার রেখে গিয়েছিল। বর্তমানে আমরা খরচ করেও ৪০ মিলিয়ন ডলারের ওপরে রেখেছি। প্রবাসীদের পাঠানো টাকা আমাদের রিজার্ভ ভালো রেখেছে।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘গ্রাম-শহরের ব্যবধান কমিয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর উন্নয়ন অগ্রাধিকার দিয়ে কাজ করছি আমরা। সরকার কিছুটা টানাপোড়েনে থাকলেও সব সমস্যার সমাধান খুব শিগগির হবে। এ মাসই হয়তো কষ্টের শেষ মাস। আমরা সাধ্যমতো কাজ করছি। নৈতিক শক্তি ব্যবহার করেই উন্নয়নের যাত্রা অব্যাহত রেখেছি। সবার সহযোগিতার দরকার। সুনামগঞ্জ জেলার উন্নয়নের জন্য সবকিছুই করা হবে। জায়গার খোঁজ করছি, ছোট ছোট বিমান যেন নামতে পারে।’
জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহাব রাশেদ, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে প্রমুখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার ২৭৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২১ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে