
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারে অংশগ্রহণ করায় সুনামগঞ্জ জেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল।
বহিষ্কৃত তিনজন হলেন সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামছু মিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইজিপির ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের প্রচারণায় অংশগ্রহণ এবং লিফলেট বিতরণ করেছেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড।
নূরুল ইসলাম আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের (কেটলি) পক্ষে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিকের পক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামছু মিয়া। এ জন্য বিএনপি এবং তাদের পদস্থ দলীয় সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, সংগঠনের প্যাডের মাধ্যমে নিজ নিজ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি এই তামাশার নির্বাচন প্রত্যাখান করেছে, সেখানে আপনি (বহিষ্কৃত নেতারা) সংগঠনের কর্মী-নেতা হয়ে নির্বাচনকে সমর্থন দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীর প্রচারণা করে যাচ্ছেন, সেটি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ। তাই দলীয় সব নেতা-কর্মীকে এই ভোট বর্জন করে দলীয় সিদ্ধান্ত মানতে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে