সুনামগঞ্জ প্রতিনিধি

কয়েক দিনের বৃষ্টিতে সতেজ হয়ে গেছে ধানগাছ। হাওরজুড়ে এখন সবুজের সমারোহ। ইতিমধ্যে ধানে শিষও গজিয়েছে। আর সপ্তাহ দশেকের মধ্যেই পরিপক্ব হবে ধান। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে; এমনটাই আশা করছেন কৃষকেরা।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জের ১২ উপজেলার ১৪২ হাওরের বোরো ধানের শিষে এখন ফুল বেরিয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে ধান কাটা শুরু করতে পারবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ সোম।
বিমল চন্দ সোম জানান, এবার সুনামগঞ্জে বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হয়েছে।
বিমল চন্দ সোম আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের তুলনায় এবার বোরোর ফলন বেশি পাওয়া যাবে।
কৃষি বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জের হাওর থেকে এবার ১৩ লাখ ৫৩ হাজার টন ধান ও চালের হিসেবে ৯ লাখ ২ হাজার টন চাল পাওয়া যাবে। যা টাকার পরিমাণে ৩ হাজার ৮০০ কোটি টাকা।
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের কৃষক আব্দুল হাই বলেন, ‘মার্চের শুরুতে অর্থাৎ চৈত্রের মাঝামাঝিতে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। দিন যদি ভালো থাকে তাহলে আমরা অনেক বেশি ধান পাইমু।’
অন্যদিকে হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধের কাজ শতভাগ শেষ হওয়ায় কৃষকের মাঝে স্বস্তি কাজ করছে। তবে কিছু বাঁধে বৃষ্টির কারণে সমস্যা দেখা দিয়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘আবহাওয়া ও ফসল রক্ষা বাঁধের ওপর নির্ভর করে সাধারণত সুনামগঞ্জের বোরো চাষাবাদ করা হয়ে থাকে। প্রতিবছর বোরো ফসল রক্ষায় বাঁধের জন্য সরকার শত কোটি টাকা বরাদ্দ দেয়। এবারও প্রায় ২০৪ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে বাঁধের জন্য। ইতিমধ্যে জেলার ১ হাজার ৭৫টি প্রকল্পের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়েছে।’
এই প্রকৌশলী আরও বলেন, ‘আমাদের বাঁধের কাজ শেষ হয়েছে। সার্বক্ষণিক বাঁধের কাছেই আমাদের লোক আছে। যেসব বাঁধে সমস্যা দেখা দেবে সঙ্গে সঙ্গেই সংস্কার করে দেবে।’

কয়েক দিনের বৃষ্টিতে সতেজ হয়ে গেছে ধানগাছ। হাওরজুড়ে এখন সবুজের সমারোহ। ইতিমধ্যে ধানে শিষও গজিয়েছে। আর সপ্তাহ দশেকের মধ্যেই পরিপক্ব হবে ধান। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে; এমনটাই আশা করছেন কৃষকেরা।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জের ১২ উপজেলার ১৪২ হাওরের বোরো ধানের শিষে এখন ফুল বেরিয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে ধান কাটা শুরু করতে পারবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ সোম।
বিমল চন্দ সোম জানান, এবার সুনামগঞ্জে বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হয়েছে।
বিমল চন্দ সোম আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের তুলনায় এবার বোরোর ফলন বেশি পাওয়া যাবে।
কৃষি বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জের হাওর থেকে এবার ১৩ লাখ ৫৩ হাজার টন ধান ও চালের হিসেবে ৯ লাখ ২ হাজার টন চাল পাওয়া যাবে। যা টাকার পরিমাণে ৩ হাজার ৮০০ কোটি টাকা।
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের কৃষক আব্দুল হাই বলেন, ‘মার্চের শুরুতে অর্থাৎ চৈত্রের মাঝামাঝিতে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। দিন যদি ভালো থাকে তাহলে আমরা অনেক বেশি ধান পাইমু।’
অন্যদিকে হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধের কাজ শতভাগ শেষ হওয়ায় কৃষকের মাঝে স্বস্তি কাজ করছে। তবে কিছু বাঁধে বৃষ্টির কারণে সমস্যা দেখা দিয়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘আবহাওয়া ও ফসল রক্ষা বাঁধের ওপর নির্ভর করে সাধারণত সুনামগঞ্জের বোরো চাষাবাদ করা হয়ে থাকে। প্রতিবছর বোরো ফসল রক্ষায় বাঁধের জন্য সরকার শত কোটি টাকা বরাদ্দ দেয়। এবারও প্রায় ২০৪ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে বাঁধের জন্য। ইতিমধ্যে জেলার ১ হাজার ৭৫টি প্রকল্পের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়েছে।’
এই প্রকৌশলী আরও বলেন, ‘আমাদের বাঁধের কাজ শেষ হয়েছে। সার্বক্ষণিক বাঁধের কাছেই আমাদের লোক আছে। যেসব বাঁধে সমস্যা দেখা দেবে সঙ্গে সঙ্গেই সংস্কার করে দেবে।’

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১০ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৬ মিনিট আগে