
লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তায় দেয়াল দেওয়ায় দীর্ঘ ১০ দিন ধরে বন্দী আছে রমজান আলীর পরিবার। ঘর থেকে বের হতে না পারায় ভোগান্তিতে রয়েছেন তাঁরা। এর প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার রমজান আলী নাম উল্লেখ করে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একই গ্রামের মোক্তার আলী (৫৫), সুমন (২৮) ও আলমগীর (২৫)।
পরিবার ও স্থানীয়রা জানান, রমজান আলী ও অভিযুক্ত মোক্তার আলী প্রতিবেশী। তাঁদের আবাদি জমিও পাশাপাশি। রমজান আলী বেশ কিছুদিন আগে মোক্তার আলীর আবাদি জমি ঘেঁষে তাঁর জমিতে বাঁশ ঝাড় ও কিছু গাছ লাগান। এতে মোক্তার আলীর ফসলের ক্ষতি হয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। এর জেরে গত ২০ ফেব্রুয়ারি রমজান আলীর বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় মোক্তার আলী দেয়াল তৈরি করে রাস্তা বন্ধ করে দেন। এতে তাঁদের বাড়ি থেকে বাইরে বের হওয়া, পরিবারের শিক্ষার্থীদের স্কুলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
আজ বুধবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ভুক্তভোগী রমজান আলীর বাড়ির চলাচলের রাস্তার মূল ফটকের সামনে ১০ ফুট উচ্চতার একটি দেয়াল নির্মাণ করে চলাচলের পথ অবরুদ্ধ করা হয়েছে। পরিবারটি গত ১০ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে।
ভুক্তভোগী রমজান আলী বলেন, ‘বাড়ি থেকে চলাচলের একটিই রাস্তা। কিন্তু মোক্তার আলী পূর্ব শত্রুতার জেরে আমার বাড়ির সামনের রাস্তায় দেয়াল তৈরি করেছে। এতে আমাদের পরিবারের চলাচল বন্ধ হয়ে যায়। আমার তিন সন্তানের কেউ স্কুলে যেতে পারে না।’
এ বিষয়ে অভিযুক্ত মোক্তার আলী বলেন, ‘ওরা (রমজান আলী) আমার জমির পাশে গাছ ও বাঁশ লাগিয়েছে। এতে আমর ফসল নষ্ট হয়ে যায়। ওরা বাঁশ ও গাছ কেটে ফেলুক তাহলে আমি রাস্তা খুলে দেব।’
ফকির পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন আজকের পত্রিকা বলেন, তাঁদের মধ্যে অনেক আগে থেকেই দ্বন্দ্ব। এ নিয়ে অনেক বার সালিশি বৈঠক হলেও কেউ মানেনি। চলাচলের রাস্তা বন্ধ হওয়া দুঃখজনক।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন এ বিষয়টি তিনি জানেন। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৬ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩১ মিনিট আগে