দিনাজপুরের বিরামপুরের পশুরহাটে লবণ সরবরাহ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না করা হয়, এ জন্য উপজেলা প্রশাসন ও বিরামপুর পৌরসভার যৌথ উদ্যোগে লবণ সরবরাহের বুথ বসানো হয়েছে।
আজ শনিবার দুপুরে বিরামপুর পশুহাট চত্বরে পৌর মেয়রের সভাপতিত্বে লবণ সরবরাহ বুথের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুল মিনহাজ ও আব্দুর রাজ্জাক।
বিরামপুর পৌর মেয়র আককাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিরামপুর পুশহাটে আগত গরু বিক্রেতা ও ক্রেতাদের পুলিশ, আনসার ও হাটের সিকিউরিটি গার্ডের মাধ্যমে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া জালনোট শনাক্তকরণ মেশিন রয়েছে ও গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তার রাখা হয়েছে। এ ছাড়াও গরু কোরবানির পর চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য পশুহাট থেকে এক কেজি করে লবণ দেওয়া হচ্ছে।’

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৬ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩১ মিনিট আগে