নওগাঁ প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ কখনো ব্যবসায়ীদের দল-মত হিসেব করে বিবেচনা করে না। যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে ভালো আছেন ব্যবসায়ীরা।
আজ বুধবার বিকেলে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে ব্যবসায়ীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার। সরকার কোনো ব্যবসায় হস্তক্ষেপ করে না। সে যে কোনো দলেরই হোক না কেন। মায়ের কোলে থেকেই ব্যবসায়ীরা ব্যবসা করছেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ব্যবসায়ীদের মানবিক হতে হবে। দেশের জনগণের প্রতি ভালোবেসে ব্যবসায়ীদের লক্ষ্য রাখতে হবে, ভোক্তাদের যাতে কোনো কষ্ট না হয়।
মন্ত্রী বলেন, জেলার ১১টি উপজেলায় ১১০০ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। নওগাঁ শহরের তীব্র যানজট দূর করতে চার-লেন সড়ক নির্মাণ কাজও শুরু হবে শিগগিরই। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দুই দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।
নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এই ব্যবসায়িক মিলন মেলার আয়োজন করেন। এতে প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ীদের সংগঠন দি ফেডারশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআইয়ের সহসভাপতি আনোয়ার সাদাত সরকার, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
এর আগে চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের চতুর্থ তলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের স্মৃতি রক্ষায় ‘আব্দুল জলিল কনফারেন্স’ রুমের উদ্বোধন করেন বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ কখনো ব্যবসায়ীদের দল-মত হিসেব করে বিবেচনা করে না। যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে ভালো আছেন ব্যবসায়ীরা।
আজ বুধবার বিকেলে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে ব্যবসায়ীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার। সরকার কোনো ব্যবসায় হস্তক্ষেপ করে না। সে যে কোনো দলেরই হোক না কেন। মায়ের কোলে থেকেই ব্যবসায়ীরা ব্যবসা করছেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ব্যবসায়ীদের মানবিক হতে হবে। দেশের জনগণের প্রতি ভালোবেসে ব্যবসায়ীদের লক্ষ্য রাখতে হবে, ভোক্তাদের যাতে কোনো কষ্ট না হয়।
মন্ত্রী বলেন, জেলার ১১টি উপজেলায় ১১০০ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। নওগাঁ শহরের তীব্র যানজট দূর করতে চার-লেন সড়ক নির্মাণ কাজও শুরু হবে শিগগিরই। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দুই দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।
নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এই ব্যবসায়িক মিলন মেলার আয়োজন করেন। এতে প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ীদের সংগঠন দি ফেডারশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআইয়ের সহসভাপতি আনোয়ার সাদাত সরকার, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
এর আগে চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের চতুর্থ তলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের স্মৃতি রক্ষায় ‘আব্দুল জলিল কনফারেন্স’ রুমের উদ্বোধন করেন বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১২ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৩ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে