সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান বাবুকে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে এ মামলায় তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
আজ বুধবার দুপুরে তিনি সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এনায়েতপুর থানা আমলি আদালতের বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পি এ নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দার জানান, বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান করোনাকালীন শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও টিউশনি ফিসহ বিভিন্ন খাতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। এ বিষয়ে গভর্নিং বডির অডিট কমিটি তদন্তে টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পায়। পরে ২০২১ সালের ২ জুন আখতারুজ্জামান বাবুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
মামলার আইনজীবী নিখিল কুমার ঘোষ জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি একটি রেজল্যুশনের মাধ্যমে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দারকে বাদী করে এনায়েতপুর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারায় ক্রিমিনাল মামলা করেন। পরে মামলাটি বিজ্ঞ আদালত সরাসরি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই ওই মামলাটি প্রায় এক বছর নিবিড়ভাবে তদন্ত করে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পায়।
আইনজীবী নিখিলেশ আরও জানান, বহিষ্কৃত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে প্রতিবেদনে প্রায় সাত লাখ টাকার অভিযোগ আমলে নিয়ে ৩০ আগস্ট হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন।

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান বাবুকে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে এ মামলায় তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
আজ বুধবার দুপুরে তিনি সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এনায়েতপুর থানা আমলি আদালতের বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পি এ নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দার জানান, বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান করোনাকালীন শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও টিউশনি ফিসহ বিভিন্ন খাতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। এ বিষয়ে গভর্নিং বডির অডিট কমিটি তদন্তে টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পায়। পরে ২০২১ সালের ২ জুন আখতারুজ্জামান বাবুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
মামলার আইনজীবী নিখিল কুমার ঘোষ জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি একটি রেজল্যুশনের মাধ্যমে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দারকে বাদী করে এনায়েতপুর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারায় ক্রিমিনাল মামলা করেন। পরে মামলাটি বিজ্ঞ আদালত সরাসরি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই ওই মামলাটি প্রায় এক বছর নিবিড়ভাবে তদন্ত করে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পায়।
আইনজীবী নিখিলেশ আরও জানান, বহিষ্কৃত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে প্রতিবেদনে প্রায় সাত লাখ টাকার অভিযোগ আমলে নিয়ে ৩০ আগস্ট হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে