Ajker Patrika

বাঘায় আ.লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘায় বিএনপির প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
বাঘায় বিএনপির প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বাউসা বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন বাউসা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে দিঘা বাজার ও অমরপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নির্দিষ্ট মোড়ে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলার বাউসা ইউনিয়নের বিএনপির সভাপতি রেজাউল করিম।

সমাবেশে বক্তব্য দেন উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক।

এ সময় বিএনপি নেতা ইদ্রিস আলী বানু, এনামুল হক, রমজান আলী, বাদশা আলী, আলতাফ হোসেন, নাসির উদ্দীন, আবুল ফজল, ইয়ার উদ্দীন, আমির হামজা মধুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণের কোনো খোঁজ মেলেনি। তবে উপজেলার কয়েকটি স্থানে লিফলেট বিতরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত