শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি ডেইরি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫ জনের একদল ডাকাত ফার্মে কর্মরত কর্মচারীদের বেঁধে রেখে ৯টি গরু এবং ২০ হাজার টাকা নিয়ে যায়।
ডাকাতি হওয়া গরুগুলোর বাজারমূল্য ২০ লাখ টাকা। ডাকাতেরা চলে যাওয়ার পর আহত এক কর্মচারী ৯৯৯-এ কল দিয়ে ঘটনা জানালে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ফার্মের নিরাপত্তা প্রহরী মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত প্রায় ২টার দিকে ১৫ জনের ডাকাত দল অতর্কিতে ফার্মে প্রবেশ করে। এ সময় আমাদের সবাইকে ধরে তিনটি কক্ষে আটক করে রাখে এবং ফার্ম থেকে ৯টি গরু ও অফিস ড্রয়ার ভেঙে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। ডাকাত দল চলে যাওয়ার পর আমাদের আহত এক কর্মচারী ৯৯৯-এ কল দিয়ে ঘটনা জানান। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। ডাকাতি হওয়া গরুগুলো সবই বিদেশি এবং উন্নত জাতের ছিল।’
জানতে চাইলে ফার্মের পাশে গুঞ্জন অটোরাইস মিলের স্বত্বাধিকারী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি এক রাতে আমার ব্যবসাপ্রতিষ্ঠানেও ডাকাত দল একই কায়দায় হামলা করেছিল। সে সময় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করা ছাড়া আর কোনো অগ্রগতি পাই নাই। এসব ঘটনায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কে আছি। ডাকাতেরা এখন অনেক তৎপর হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি তৎপর না হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।’
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি ডেইরি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫ জনের একদল ডাকাত ফার্মে কর্মরত কর্মচারীদের বেঁধে রেখে ৯টি গরু এবং ২০ হাজার টাকা নিয়ে যায়।
ডাকাতি হওয়া গরুগুলোর বাজারমূল্য ২০ লাখ টাকা। ডাকাতেরা চলে যাওয়ার পর আহত এক কর্মচারী ৯৯৯-এ কল দিয়ে ঘটনা জানালে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ফার্মের নিরাপত্তা প্রহরী মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত প্রায় ২টার দিকে ১৫ জনের ডাকাত দল অতর্কিতে ফার্মে প্রবেশ করে। এ সময় আমাদের সবাইকে ধরে তিনটি কক্ষে আটক করে রাখে এবং ফার্ম থেকে ৯টি গরু ও অফিস ড্রয়ার ভেঙে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। ডাকাত দল চলে যাওয়ার পর আমাদের আহত এক কর্মচারী ৯৯৯-এ কল দিয়ে ঘটনা জানান। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। ডাকাতি হওয়া গরুগুলো সবই বিদেশি এবং উন্নত জাতের ছিল।’
জানতে চাইলে ফার্মের পাশে গুঞ্জন অটোরাইস মিলের স্বত্বাধিকারী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি এক রাতে আমার ব্যবসাপ্রতিষ্ঠানেও ডাকাত দল একই কায়দায় হামলা করেছিল। সে সময় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করা ছাড়া আর কোনো অগ্রগতি পাই নাই। এসব ঘটনায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কে আছি। ডাকাতেরা এখন অনেক তৎপর হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি তৎপর না হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।’
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে