শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর পৌরশহরে সুপেয় পানি সরবরাহের লাইন চালুর আগেই শুরু হয়েছে মিটার চুরির হিড়িক। গত চার দিনে শহরের বিভিন্ন মহল্লায় অন্তত ২০০ পানির লাইনের মিটার চুরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলররা।
শেরপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের অধীনে পৌর শহরে সুপেয় পানি সরবরাহের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরএফএল। ইতিমধ্যে তারা পানির পাম্প ও পাইপ বসানোর কাজ শেষ করে প্রায় আড়াই হাজার বাড়িতে সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে। গত দুই মাসে প্রায় ৮০০ সংযোগ প্রদান সম্পন্ন করেছে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই পানির লাইনের মিটার চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। প্রতি রাতেই এই মিটার চুরির ঘটনায় পৌর কর্তৃপক্ষও চিন্তিত হয়ে পড়েছে।
পানি সরবরাহের এই নির্মাণকাজের নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী আবুল হাসান বলেন, এই মিটার প্রতিটি ৮ হাজার টাকা ব্যয়ে ইতালি থেকে আমদানি করা হয়েছে। পৌর শহরের ২ হাজার ৬০০ টির মধ্যে ইতিমধ্যে ৮০০টি সংযোগ স্থাপন করা হয়েছে।
শহরের রামচন্দ্রপুর পাড়ার আবু সাঈদ বলেন, ‘প্রায় এক মাস আগে আমার বাড়িতে পানি সংযোগের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মিটারটি সংযোগ করে দিয়ে যায়। গত সোমবার রাতে এই মিটার কে বা কারা চুরি করে নিয়ে গেছে।’
একইভাবে শহরের বসাকপাড়া, বকুলতলা ও বাগানবাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রতিরাতে এই মিটার চুরির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরা জানান, মিটার চুরি প্রতিরোধ করার জন্য তারা রাতে পাহারা দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। কিন্তু কিছুতেই প্রতিরোধ করা যাচ্ছে না।
এ প্রসঙ্গে পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম বলেন, সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপন করা এই মিটারগুলো চুরি নিয়ে শেরপুর পৌর কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে পুলিশকে জানানো হয়েছে।

বগুড়ার শেরপুর পৌরশহরে সুপেয় পানি সরবরাহের লাইন চালুর আগেই শুরু হয়েছে মিটার চুরির হিড়িক। গত চার দিনে শহরের বিভিন্ন মহল্লায় অন্তত ২০০ পানির লাইনের মিটার চুরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলররা।
শেরপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের অধীনে পৌর শহরে সুপেয় পানি সরবরাহের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরএফএল। ইতিমধ্যে তারা পানির পাম্প ও পাইপ বসানোর কাজ শেষ করে প্রায় আড়াই হাজার বাড়িতে সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে। গত দুই মাসে প্রায় ৮০০ সংযোগ প্রদান সম্পন্ন করেছে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই পানির লাইনের মিটার চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। প্রতি রাতেই এই মিটার চুরির ঘটনায় পৌর কর্তৃপক্ষও চিন্তিত হয়ে পড়েছে।
পানি সরবরাহের এই নির্মাণকাজের নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী আবুল হাসান বলেন, এই মিটার প্রতিটি ৮ হাজার টাকা ব্যয়ে ইতালি থেকে আমদানি করা হয়েছে। পৌর শহরের ২ হাজার ৬০০ টির মধ্যে ইতিমধ্যে ৮০০টি সংযোগ স্থাপন করা হয়েছে।
শহরের রামচন্দ্রপুর পাড়ার আবু সাঈদ বলেন, ‘প্রায় এক মাস আগে আমার বাড়িতে পানি সংযোগের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মিটারটি সংযোগ করে দিয়ে যায়। গত সোমবার রাতে এই মিটার কে বা কারা চুরি করে নিয়ে গেছে।’
একইভাবে শহরের বসাকপাড়া, বকুলতলা ও বাগানবাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রতিরাতে এই মিটার চুরির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরা জানান, মিটার চুরি প্রতিরোধ করার জন্য তারা রাতে পাহারা দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। কিন্তু কিছুতেই প্রতিরোধ করা যাচ্ছে না।
এ প্রসঙ্গে পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম বলেন, সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপন করা এই মিটারগুলো চুরি নিয়ে শেরপুর পৌর কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে পুলিশকে জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে