
জামালপুরের মেলান্দহে শিয়ালের কামড়ে স্কুলশিক্ষিকাসহ ৫ জনকে আহত হয়েছেন। পরে একটি গরুর ওপর হামলা করতে গেলে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কৃষক। এদিকে আহতেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার সকাল ৫টায় মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহতেরা হলেন—স্কুলশিক্ষিকা সীমা রানী, স্থানীয় কৃষক কাশেম আলী, আবুল কাশেম, গৃহবধূ সুফিয়া ও জেসমিন। 
স্থানীয়রা বলছে, বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে একটি শিয়াল বাড়ইপাড়া এলাকার কাশেম আলীর বাড়িতে ঢুকে আক্রমণ করে। তাঁকে আক্রমণ করেই শিয়ালটি আবার ছুটে গিয়ে স্কুলশিক্ষক সীমা রাণীর বাড়িতে ঢোকে এবং সীমা রাণীকে আক্রমণ করে। এভাবে ওই এলাকায় আরও তিনটি বাড়িতে গিয়ে তিনজনকে আহত করার পর কৃষক নজর আলীর বাড়িতে গিয়ে তাঁর গরুকে আক্রমণ করে। এ সময় নজর আলী শিয়ালটিকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে।
আহত স্কুলশিক্ষিকা সীমা রানী বলেন, ‘আমি সকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির উঠান পরিষ্কার করতে ছিলাম। হঠাৎ করেই শিয়াল আসে। প্রথমে দেখে আমি ভাবছিলাম হয়তো কুকুর। যখন দেখলাম আমার দিকে এগিয়ে আসতেছে, তখন ভালো করে দেখি এটা শিয়াল। হাত থাকা ঝাড়ু দিয়ে ফিরাতে গেলেও কোনো লাভ হয়নি, আমাকে এসে আক্রমণ করেছে।’
শিয়ালের কামড়ে আহত কাশেম আলী বলেন, ‘ঘর থেকে বের হয়ে দাঁড়ায় ছিলাম। হঠাৎ করে এসেই আমাকে কামড় শুরু করে শিয়ালটা। কামড় দিয়ে আমাকে মাটিতে ফেলে দেয়। আমার এক আঙুল ছিঁড়ে ফেলেছে।’ 
এ বিষয়ে কৃষক নজর আলী বলেন, ‘শিয়ালে কাশেম আলীকে কামড়াইছে শুনে সবাই তারে দেখতে যাইতাছে। আমি আবার ঘর থেকে গরু বের করে রাস্তায় বেঁধে রাখছি। এমন সময় শিয়ালটা হঠাৎ করে এসে আমার গরুর গলায় কামড় দিয়ে ধরে রাখছে। পরে লাঠি দিয়ে মাথায় মাইর দিছি। দেখি শিয়ালের কিছুই হয় নাই, আমাকে কামড়াতে আসছে। পরে আরেকটা মাইর দিছি, তখন শিয়ালটা মাটিতে পড়ে যায়।’
আহতদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সাদিয়া চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে পাঁচটা থেকে শিয়াল আক্রমণ করে ৫ জনকে আহত করে। পরে তারা উপজেলা হাসপাতালে আসলে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাড়ি ফিরেছে।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে