ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ছাবেদা চাঁন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছামিউল আলম ছামু মিয়া তাঁর দুই শিক্ষক স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ের অফিসরুমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নিজের দুই স্ত্রীকে নির্দোষ দাবি করেন তিনি।
এ সময় কর্মস্থলে প্রক্সি দেওয়াসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানান ছামিউল আলম ছামু মিয়া। তাঁর দাবি, বিদ্যালয়ে তাঁর দুই স্ত্রী আইন অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের জড়িয়ে প্রকাশিত খবরগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করায় তাঁরা বিব্রত। নিজেদের নিরপরাধ দাবি করে প্রকাশিত খবরগুলোর প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে একপাশে বসা ছিলেন ছামু মিয়ার বড় স্ত্রী বিদ্যালয়টির প্রধান শিক্ষক লাভলী বেগম, অন্য পাশে তাঁর ছোট স্ত্রী সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে প্রক্সিদাতা মুসলিমা খাতুন। মাঝের চেয়ারে ছিলেন ছামু মিয়া।
উল্লেখ্য, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছামিউল আলম ছামু মিয়ার বড় স্ত্রী লাভলী আক্তার বিদ্যালয়টির প্রধান শিক্ষক। তিনি ঢাকায় থাকেন। মাঝেমধ্যে এলাকায় আসেন। তাঁর প্রক্সি দেন সহকারী প্রধান শিক্ষক ছামু মিয়ার ছোট স্ত্রী মুসলিমা খাতুন।
এ নিয়ে প্রয়োজনীয় তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে গত ২৮ জুন আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘ম্যানেজিং কমিটির সভাপতির বড় স্ত্রী স্কুলের প্রধান শিক্ষক, থাকেন ঢাকায়, তাঁর প্রক্সি দেন ছোট স্ত্রী’ শিরোনামে এবং ৩০ জুন প্রিন্ট ভার্সনে ‘প্রধান শিক্ষক ঢাকায়, প্রক্সি দেন সতিন’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছামিউল আলম ছামু।

জামালপুরের দেওয়ানগঞ্জে ছাবেদা চাঁন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছামিউল আলম ছামু মিয়া তাঁর দুই শিক্ষক স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ের অফিসরুমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নিজের দুই স্ত্রীকে নির্দোষ দাবি করেন তিনি।
এ সময় কর্মস্থলে প্রক্সি দেওয়াসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানান ছামিউল আলম ছামু মিয়া। তাঁর দাবি, বিদ্যালয়ে তাঁর দুই স্ত্রী আইন অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের জড়িয়ে প্রকাশিত খবরগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করায় তাঁরা বিব্রত। নিজেদের নিরপরাধ দাবি করে প্রকাশিত খবরগুলোর প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে একপাশে বসা ছিলেন ছামু মিয়ার বড় স্ত্রী বিদ্যালয়টির প্রধান শিক্ষক লাভলী বেগম, অন্য পাশে তাঁর ছোট স্ত্রী সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে প্রক্সিদাতা মুসলিমা খাতুন। মাঝের চেয়ারে ছিলেন ছামু মিয়া।
উল্লেখ্য, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছামিউল আলম ছামু মিয়ার বড় স্ত্রী লাভলী আক্তার বিদ্যালয়টির প্রধান শিক্ষক। তিনি ঢাকায় থাকেন। মাঝেমধ্যে এলাকায় আসেন। তাঁর প্রক্সি দেন সহকারী প্রধান শিক্ষক ছামু মিয়ার ছোট স্ত্রী মুসলিমা খাতুন।
এ নিয়ে প্রয়োজনীয় তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে গত ২৮ জুন আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘ম্যানেজিং কমিটির সভাপতির বড় স্ত্রী স্কুলের প্রধান শিক্ষক, থাকেন ঢাকায়, তাঁর প্রক্সি দেন ছোট স্ত্রী’ শিরোনামে এবং ৩০ জুন প্রিন্ট ভার্সনে ‘প্রধান শিক্ষক ঢাকায়, প্রক্সি দেন সতিন’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছামিউল আলম ছামু।

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
৩৮ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৪১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
২ ঘণ্টা আগে