গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নৌকা প্রার্থী জোসেফ উদ্দিন জর্জের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন আরেক প্রার্থীর কর্মী-সমর্থকেরা। অভিযোগ বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদের বিরুদ্ধে। বিগত নির্বাচনে তিনি ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রাম দা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী কার্যালয় হামলা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বলেন, রিয়াদের লোকজন জানতে পারলে তাঁর ওপরও হামলা হতে পারে। শুধু নির্বাচনী কার্যালয় নয়, দোকানপাট ও বাসাবাড়িতেও এ সময় ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।
মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জ বলেন, ‘শনিবার রিয়াদের নেতৃত্বে শত শত সন্ত্রাসী রাম দা নিয়ে হামলা করে নির্বাচনী কার্যালয়, দোকানপাট ও বাসাবাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. রিয়াদুজ্জামান বলেন, ‘এর আগে নৌকার কর্মী-সমর্থকেরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে ও কার্যালয় ভাঙচুর করেছে।’
এ ব্যাপারে জোসেফ উদ্দিন জর্জের বড় ভাই মঞ্জুর আলী বাদী হয়ে গতকাল শনিবার রাতে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নৌকা প্রার্থী জোসেফ উদ্দিন জর্জের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন আরেক প্রার্থীর কর্মী-সমর্থকেরা। অভিযোগ বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদের বিরুদ্ধে। বিগত নির্বাচনে তিনি ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রাম দা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী কার্যালয় হামলা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বলেন, রিয়াদের লোকজন জানতে পারলে তাঁর ওপরও হামলা হতে পারে। শুধু নির্বাচনী কার্যালয় নয়, দোকানপাট ও বাসাবাড়িতেও এ সময় ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।
মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জ বলেন, ‘শনিবার রিয়াদের নেতৃত্বে শত শত সন্ত্রাসী রাম দা নিয়ে হামলা করে নির্বাচনী কার্যালয়, দোকানপাট ও বাসাবাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. রিয়াদুজ্জামান বলেন, ‘এর আগে নৌকার কর্মী-সমর্থকেরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে ও কার্যালয় ভাঙচুর করেছে।’
এ ব্যাপারে জোসেফ উদ্দিন জর্জের বড় ভাই মঞ্জুর আলী বাদী হয়ে গতকাল শনিবার রাতে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৬ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে