গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নৌকা প্রার্থী জোসেফ উদ্দিন জর্জের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন আরেক প্রার্থীর কর্মী-সমর্থকেরা। অভিযোগ বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদের বিরুদ্ধে। বিগত নির্বাচনে তিনি ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রাম দা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী কার্যালয় হামলা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বলেন, রিয়াদের লোকজন জানতে পারলে তাঁর ওপরও হামলা হতে পারে। শুধু নির্বাচনী কার্যালয় নয়, দোকানপাট ও বাসাবাড়িতেও এ সময় ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।
মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জ বলেন, ‘শনিবার রিয়াদের নেতৃত্বে শত শত সন্ত্রাসী রাম দা নিয়ে হামলা করে নির্বাচনী কার্যালয়, দোকানপাট ও বাসাবাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. রিয়াদুজ্জামান বলেন, ‘এর আগে নৌকার কর্মী-সমর্থকেরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে ও কার্যালয় ভাঙচুর করেছে।’
এ ব্যাপারে জোসেফ উদ্দিন জর্জের বড় ভাই মঞ্জুর আলী বাদী হয়ে গতকাল শনিবার রাতে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নৌকা প্রার্থী জোসেফ উদ্দিন জর্জের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন আরেক প্রার্থীর কর্মী-সমর্থকেরা। অভিযোগ বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদের বিরুদ্ধে। বিগত নির্বাচনে তিনি ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রাম দা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী কার্যালয় হামলা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বলেন, রিয়াদের লোকজন জানতে পারলে তাঁর ওপরও হামলা হতে পারে। শুধু নির্বাচনী কার্যালয় নয়, দোকানপাট ও বাসাবাড়িতেও এ সময় ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।
মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জ বলেন, ‘শনিবার রিয়াদের নেতৃত্বে শত শত সন্ত্রাসী রাম দা নিয়ে হামলা করে নির্বাচনী কার্যালয়, দোকানপাট ও বাসাবাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. রিয়াদুজ্জামান বলেন, ‘এর আগে নৌকার কর্মী-সমর্থকেরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে ও কার্যালয় ভাঙচুর করেছে।’
এ ব্যাপারে জোসেফ উদ্দিন জর্জের বড় ভাই মঞ্জুর আলী বাদী হয়ে গতকাল শনিবার রাতে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৫ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৭ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে