নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক মো. সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের জোড়পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের তিন যাত্রী।
নিহত ইজিবাইকের চালক সুমন মিয়া নান্দাইল পৌরসভার দক্ষিণ চণ্ডীপাশা গ্রামের শহীদ মিয়ার পুত্র।
আহতরা হলেন ইজিবাইকের যাত্রী উপজেলার ঘোষপালা গ্রামের নবী নেওয়াজের পুত্র সাদেকুর রহমান (৫৭), নিজ বানাইল গ্রামের হামিদ ব্যাপারীর পুত্র মুখশেদ আলী মাস্টার (৬৬) ও বারুইগ্রাম এলাকার সুলেমা আক্তার (৫৫)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে সদরে আসার সময় ইজিবাইকটির সঙ্গে চৌরাস্তাগামী দ্রুতগতির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়ে–মুচড়ে গিয়ে ভেতরে চালক ও যাত্রী আটকে যায়। পথচারী ও হাইওয়ে থানা-পুলিশ তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে ইজিবাইক চালকের মৃত্যু হয়।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান খোকন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মোবাইর ফোনে আজকের পত্রিকাকে বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। বাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক মো. সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের জোড়পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের তিন যাত্রী।
নিহত ইজিবাইকের চালক সুমন মিয়া নান্দাইল পৌরসভার দক্ষিণ চণ্ডীপাশা গ্রামের শহীদ মিয়ার পুত্র।
আহতরা হলেন ইজিবাইকের যাত্রী উপজেলার ঘোষপালা গ্রামের নবী নেওয়াজের পুত্র সাদেকুর রহমান (৫৭), নিজ বানাইল গ্রামের হামিদ ব্যাপারীর পুত্র মুখশেদ আলী মাস্টার (৬৬) ও বারুইগ্রাম এলাকার সুলেমা আক্তার (৫৫)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে সদরে আসার সময় ইজিবাইকটির সঙ্গে চৌরাস্তাগামী দ্রুতগতির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়ে–মুচড়ে গিয়ে ভেতরে চালক ও যাত্রী আটকে যায়। পথচারী ও হাইওয়ে থানা-পুলিশ তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে ইজিবাইক চালকের মৃত্যু হয়।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান খোকন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মোবাইর ফোনে আজকের পত্রিকাকে বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। বাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২১ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩০ মিনিট আগে