Ajker Patrika

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪: ১৬
মো. আতিকুর রহমান খান হৃদয়। ছবি: সংগৃহীত
মো. আতিকুর রহমান খান হৃদয়। ছবি: সংগৃহীত

পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন। আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার আব্দুল হান্নান খান ও আয়েশা সিদ্দিকার বড় ছেলে।

আতিকুর রহমান খান হৃদয় বলেন, ‘আমাকে জোরপূর্বক ২০১৬-১৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। আমি ওই সংগঠনে ২০১৯-২০ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ছিলাম। এর পর থেকে আমি ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম না। বর্তমানে আমি জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করে বিএনপির পক্ষে কাজ করতে চাই।’

মো. আতিকুর রহমান খান স্বাক্ষরিত অঙ্গীকারনামা। ছবি: সংগৃহীত
মো. আতিকুর রহমান খান স্বাক্ষরিত অঙ্গীকারনামা। ছবি: সংগৃহীত

আতিকুর রহমান খান হৃদয়ের বাবা আব্দুল হান্নান খান বলেন, ‘আমার ছেলে হৃদয় কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু বর্তমানে আমরা খুব মানবেতর জীবন যাপন করছি। এর একমাত্র কারণ হচ্ছে, প্রতিনিয়তই আমার ছেলেকে খুঁজতে বাসায় পুলিশ প্রশাসনের লোকজন আসে; যা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর। আমার ছেলে কোনো মামলার আসামি না, কোনো আওয়ামী লীগ নেতা না। আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। তাই আমার ছেলে সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত