নেত্রকোনা প্রতিনিধি

বন্যার আশঙ্কায় নেত্রকোনায় হাওরের বোরো ধান দ্রুত কেটে ঘরে তুলতে মাইকিং করছে কৃষি বিভাগ। জেলার খালিয়াজুরীসহ হাওরাঞ্চলে তিন দিন ধরে এভাবে মাইকিং করা হচ্ছে। খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আজ মঙ্গলবার পর্যন্ত জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, কলমাকান্দাসহ বিভিন্ন এলাকায় ৪০ শতাংশের বেশি খেতের বোরো ধান কাটা হয়ে গেছে। আগামী ১০ দিনের মধ্যে হাওরের শতভাগ ধান কাটা হয়ে যাবে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বলা হচ্ছে, ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতে হাওরাঞ্চলে আগাম বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের ৮০ ভাগ পাকা ধান কেটে ফেলতে বলা হয়েছে।
খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খালিয়াজুরী উপজেলায় মোট ২০ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরে ১৮ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। এ পর্যন্ত উপজেলার ৬০ শতাংশের বেশি জমির ধান কাটা হয়েছে। আরও ৩০ ভাগ জমির ধান পেকেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৩ এপ্রিলের মধ্যে কাটা না হলে পাকা ফসল ঝুঁকিতে পড়বে।
আমিনুল ইসলাম আরও বলেন, হাওরে পর্যাপ্ত ধান কাটার মেশিন রয়েছে। কৃষকেরা চাইলে দুই-তিন দিনের মধ্যে সব ধান কেটে ফেলতে পারেন। মাইকিং করায় কৃষকেরা ধান কাটতে তৎপর হয়েছেন। এতে রোদ থাকা অবস্থায় তাঁরা ধান শুকিয়ে ঘরে তুলতে পারবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘হাওরে এবার ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশের বেশি খেতের বোরো ধান কাটা হয়ে গেছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে।’
কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে হাওরে ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমি রয়েছে। এক সপ্তাহ ধরে পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। এবার এখন পর্যন্ত হাওরে পানি না আসায় কৃষকেরা স্বস্তিতে ধান কাটছেন। শ্রমিকদের পাশাপাশি সাত শতাধিক কম্বাইন্ড মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘কৃষকেরা যাতে নির্বিঘ্নে ফসল কেটে ঘরে তুলতে পারেন, সে জন্য আমরা ছুটি বাতিল করে মাঠে রয়েছি।’

বন্যার আশঙ্কায় নেত্রকোনায় হাওরের বোরো ধান দ্রুত কেটে ঘরে তুলতে মাইকিং করছে কৃষি বিভাগ। জেলার খালিয়াজুরীসহ হাওরাঞ্চলে তিন দিন ধরে এভাবে মাইকিং করা হচ্ছে। খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আজ মঙ্গলবার পর্যন্ত জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, কলমাকান্দাসহ বিভিন্ন এলাকায় ৪০ শতাংশের বেশি খেতের বোরো ধান কাটা হয়ে গেছে। আগামী ১০ দিনের মধ্যে হাওরের শতভাগ ধান কাটা হয়ে যাবে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বলা হচ্ছে, ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতে হাওরাঞ্চলে আগাম বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের ৮০ ভাগ পাকা ধান কেটে ফেলতে বলা হয়েছে।
খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খালিয়াজুরী উপজেলায় মোট ২০ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরে ১৮ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। এ পর্যন্ত উপজেলার ৬০ শতাংশের বেশি জমির ধান কাটা হয়েছে। আরও ৩০ ভাগ জমির ধান পেকেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৩ এপ্রিলের মধ্যে কাটা না হলে পাকা ফসল ঝুঁকিতে পড়বে।
আমিনুল ইসলাম আরও বলেন, হাওরে পর্যাপ্ত ধান কাটার মেশিন রয়েছে। কৃষকেরা চাইলে দুই-তিন দিনের মধ্যে সব ধান কেটে ফেলতে পারেন। মাইকিং করায় কৃষকেরা ধান কাটতে তৎপর হয়েছেন। এতে রোদ থাকা অবস্থায় তাঁরা ধান শুকিয়ে ঘরে তুলতে পারবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘হাওরে এবার ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশের বেশি খেতের বোরো ধান কাটা হয়ে গেছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে।’
কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে হাওরে ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমি রয়েছে। এক সপ্তাহ ধরে পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। এবার এখন পর্যন্ত হাওরে পানি না আসায় কৃষকেরা স্বস্তিতে ধান কাটছেন। শ্রমিকদের পাশাপাশি সাত শতাধিক কম্বাইন্ড মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘কৃষকেরা যাতে নির্বিঘ্নে ফসল কেটে ঘরে তুলতে পারেন, সে জন্য আমরা ছুটি বাতিল করে মাঠে রয়েছি।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৫ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৬ ঘণ্টা আগে