জাককানইবি প্রতিনিধি

যৌন হয়রানির দায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তৃতীয় দিনে গড়াল। আজ বুধবার সকালে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনের সমন্বিত উদ্যোগে বিবিএ অনুষদ ভবনের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিযুক্ত শিক্ষক সাজন সাহা এবং বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে দ্রুতবিচার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন থাকবে জানিয়ে বিভাগে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তা ছাড়া আন্দোলনকারীরা বিভাগের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া, শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করা এবং পুড়িয়ে ফেলা হয় নামফলক। এ সময় বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রসহ বেশ কয়েকজন শিক্ষককে দীর্ঘক্ষণ অফিসে আটকে রাখেন শিক্ষার্থীরা।
অবরুদ্ধ থাকার পর নিজ বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রক্টরিয়াল বডির সহযোগিতায় বিভাগ ছাড়তে বাধ্য হন রেজুয়ান আহমেদ শুভ্র। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘোরেন।
পরে যৌন হয়রানির ঘটনায় আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে অবিলম্বে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের অংশ হিসেবে সন্ধ্যায় ৭টায় মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ছাত্রীকে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ, অঙ্ক বোঝাতে ব্যক্তিগত চেম্বারে ডাকা, শাড়ি পরে দেখা করতে বলা, ইনবক্সে ছাত্রীর ছবি চাওয়া, মেসেঞ্জারে অন্তরঙ্গ ভিডিও লিংক শেয়ার করার মতো নানা অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে। এই ঘটনায় আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

যৌন হয়রানির দায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তৃতীয় দিনে গড়াল। আজ বুধবার সকালে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনের সমন্বিত উদ্যোগে বিবিএ অনুষদ ভবনের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিযুক্ত শিক্ষক সাজন সাহা এবং বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে দ্রুতবিচার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন থাকবে জানিয়ে বিভাগে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তা ছাড়া আন্দোলনকারীরা বিভাগের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া, শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করা এবং পুড়িয়ে ফেলা হয় নামফলক। এ সময় বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রসহ বেশ কয়েকজন শিক্ষককে দীর্ঘক্ষণ অফিসে আটকে রাখেন শিক্ষার্থীরা।
অবরুদ্ধ থাকার পর নিজ বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রক্টরিয়াল বডির সহযোগিতায় বিভাগ ছাড়তে বাধ্য হন রেজুয়ান আহমেদ শুভ্র। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘোরেন।
পরে যৌন হয়রানির ঘটনায় আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে অবিলম্বে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের অংশ হিসেবে সন্ধ্যায় ৭টায় মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ছাত্রীকে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ, অঙ্ক বোঝাতে ব্যক্তিগত চেম্বারে ডাকা, শাড়ি পরে দেখা করতে বলা, ইনবক্সে ছাত্রীর ছবি চাওয়া, মেসেঞ্জারে অন্তরঙ্গ ভিডিও লিংক শেয়ার করার মতো নানা অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে। এই ঘটনায় আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে