সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন। ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লাখ টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। বরং অভিযোগ উঠেছে, রাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ি গিয়ে জোর করে খালি কাগজে স্বাক্ষর নিচ্ছে ইটভাটার লোকজন।
জানা গেছে, ইটভাটার নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ জন কৃষকের প্রায় এক শ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের দাবি, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. শামীম জানান, মালিকপক্ষ ক্ষতিপূরণের টাকা দিতে টালবাহানা করছে। রাতে ভীতির মধ্যে সাদা কাগজে স্বাক্ষর নিতে বাধ্য করছে। এ ঘটনায় তাঁরা আজ ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষতিপূরণের টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের কার্যক্রম চলছিল। ইটভাটার নির্গত গরম গ্যাস ও ধোঁয়ায় এক কিলোমিটার এলাকার ফসলসহ কৃষিপণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন। ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লাখ টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। বরং অভিযোগ উঠেছে, রাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ি গিয়ে জোর করে খালি কাগজে স্বাক্ষর নিচ্ছে ইটভাটার লোকজন।
জানা গেছে, ইটভাটার নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ জন কৃষকের প্রায় এক শ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের দাবি, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. শামীম জানান, মালিকপক্ষ ক্ষতিপূরণের টাকা দিতে টালবাহানা করছে। রাতে ভীতির মধ্যে সাদা কাগজে স্বাক্ষর নিতে বাধ্য করছে। এ ঘটনায় তাঁরা আজ ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষতিপূরণের টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের কার্যক্রম চলছিল। ইটভাটার নির্গত গরম গ্যাস ও ধোঁয়ায় এক কিলোমিটার এলাকার ফসলসহ কৃষিপণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে