Ajker Patrika

ভাটার ধোঁয়ায় নষ্ট ফসল, ক্ষতিপূরণ দাবিতে ইউএনও অফিসে অবস্থান কৃষকদের

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি 
ভাটার ধোঁয়ায় নষ্ট ফসল, ক্ষতিপূরণ দাবিতে ইউএনও অফিসে অবস্থান কৃষকদের
ক্ষতিপূরণ দাবিতে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন কৃষকেরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন। ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লাখ টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। বরং অভিযোগ উঠেছে, রাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ি গিয়ে জোর করে খালি কাগজে স্বাক্ষর নিচ্ছে ইটভাটার লোকজন।

জানা গেছে, ইটভাটার নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ জন কৃষকের প্রায় এক শ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের দাবি, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. শামীম জানান, মালিকপক্ষ ক্ষতিপূরণের টাকা দিতে টালবাহানা করছে। রাতে ভীতির মধ্যে সাদা কাগজে স্বাক্ষর নিতে বাধ্য করছে। এ ঘটনায় তাঁরা আজ ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষতিপূরণের টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের কার্যক্রম চলছিল। ইটভাটার নির্গত গরম গ্যাস ও ধোঁয়ায় এক কিলোমিটার এলাকার ফসলসহ কৃষিপণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত