লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা আমেনা বেগমকে কুপিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পুড়িয়ে ফেলার দায়ে ছেলে রেদওয়ান হোসেন মিলনকে (৩৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আসামি তাঁর মাকে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মিলন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
আদালত থেকে জানা গেছে, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে মিলন রাগান্বিত হয়ে তাঁর মা আমেনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে গুমের উদ্দেশ্যে লাশে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন দেন। পরদিন ভোরে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। পরে দরজা ভেঙে বাসায় ঢুকে মেঝেতে আমেনার লাশ দেখতে পান তাঁরা। আগুনে আমেনার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে আটক করে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি নিহত আমেনার ভাই টিপু সুলতান বাদী হয়ে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে বলা হয়, একটি রোগের চিকিৎসার জন্য মিলনকে দু-তিনজন চিকিৎসক দেখান তাঁর মা আমেনা। এ নিয়ে তিনি মায়ের ওপর ক্ষিপ্ত হন। এ কারণে মাকে তিনি কুপিয়ে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন।
আমেনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. অলিউল্লাহ ২০২২ সালের ২২ জুন আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। শুনানি ও সাক্ষ্য নেওয়া শেষে আজ আদালত এ রায় দেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা আমেনা বেগমকে কুপিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পুড়িয়ে ফেলার দায়ে ছেলে রেদওয়ান হোসেন মিলনকে (৩৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আসামি তাঁর মাকে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মিলন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
আদালত থেকে জানা গেছে, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে মিলন রাগান্বিত হয়ে তাঁর মা আমেনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে গুমের উদ্দেশ্যে লাশে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন দেন। পরদিন ভোরে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। পরে দরজা ভেঙে বাসায় ঢুকে মেঝেতে আমেনার লাশ দেখতে পান তাঁরা। আগুনে আমেনার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে আটক করে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি নিহত আমেনার ভাই টিপু সুলতান বাদী হয়ে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে বলা হয়, একটি রোগের চিকিৎসার জন্য মিলনকে দু-তিনজন চিকিৎসক দেখান তাঁর মা আমেনা। এ নিয়ে তিনি মায়ের ওপর ক্ষিপ্ত হন। এ কারণে মাকে তিনি কুপিয়ে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন।
আমেনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. অলিউল্লাহ ২০২২ সালের ২২ জুন আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। শুনানি ও সাক্ষ্য নেওয়া শেষে আজ আদালত এ রায় দেন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে