কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে ২০০ বই নিয়ে শ্বশুরবাড়ি গেলেন নববধূ মেহেরুন নেছা মুমু। গত বছর বিয়ের পর গত সোমবার বউভাত শেষে শ্বশুরবাড়ি যান তিনি। তিনি শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি পাঠাগার গড়ে তুলতে চান। যেখানে পাঠক হবে এলাকার বউ-শাশুড়িসহ স্কুল-কলেজের ছাত্রীরা।
মুমু চর ফলকন গ্রামের ডা. অবাদুল হক চেয়ারম্যান বাড়ির মহিউদ্দিনের মেয়ে। একই গ্রামের রমজান আলী মৌলভীবাড়ির মাকছুদুর রহমানের ছেলে তরুণ আইনজীবী এমরান হোসেন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়। মুমু ঢাকার ইডেন কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি বইপ্রেমী। স্বজনেরা বলেন, বই পড়তে মুমুর ভালো লাগে। বই সংগ্রহ ও পড়া তাঁর শখ।
গত সোমবার বিকেলে নববধূ মেহেরুন নেছা মুমু বাবার বাড়ি থেকে বই নিয়ে উপজেলার চর ফলকন গ্রামের শ্বশুরবাড়ি যান। বই ছাড়াও নানা পদের বাহারি পিঠা নিয়ে যান তিনি। পিঠা প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি পাঠিয়ে দেন মুমুর শাশুড়ি কামরুন নাহার।
গত বছরের ১৮ আগস্ট বিয়ে হয় এই দম্পতির। তখন শুধু কাবিন হয়। গত শনিবার ছিল মুমুর বউভাতের আয়োজন। এর একদিন পরই শ্বশুরবাড়ি যান তিনি। মেহেরুন নেছা মুমু বলেন, ‘বই কেনা, বই পড়া আমার শখ। বই উপহার পেতে আমার ভালো লাগে। স্বপ্ন দেখছি, শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি লাইব্রেরি গড়ব। এলাকার সব বউ-শাশুড়ি এখানে এসে বই পড়বেন।’
শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া বেশির ভাগই তাঁর বিভিন্ন সময়ের জমানো টাকায় কেনা। অল্প কিছু বই জন্মদিনসহ বিভিন্ন দিবসের উপহার, কিছু বই স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার হিসেবে পাওয়া। প্রিয় লেখক হুমায়ূন আহমেদের শতাধিক বই পড়েছেন মুমু।
মুমুর স্বামী অ্যাডভোকেট এমরান হোসেন নিখিল স্ত্রীর সঙ্গে করে আনা বইয়ের ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাতে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।
মুমুর মা ছালেহা বেগম বলেন, তাঁর মেয়ের প্রিয় শখ বই পড়া। শাড়ি-চুড়ি, কসমেটিকসে তাঁর আগ্রহ নেই। ছোটবেলা থেকেই টাকা জমিয়ে বই কেনা ছিল তাঁর নেশা। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মেয়ের সংগ্রহে থাকা সব বই নিয়ে গেছে।
মুমুর শাশুড়ি কামরুন নাহার বলেন, ‘আমার দুই ছেলে, মেয়ে নেই। ছেলের সুবাদে একটা মেয়ে পেয়েছি। সে এই বাড়িতে আসার সময় অনেক বই নিয়ে আসে। তাতে আমি খুবই খুশি হয়েছি। এখন থেকে আমিও তাকে বই কিনে দেব।’

লক্ষ্মীপুরের কমলনগরে ২০০ বই নিয়ে শ্বশুরবাড়ি গেলেন নববধূ মেহেরুন নেছা মুমু। গত বছর বিয়ের পর গত সোমবার বউভাত শেষে শ্বশুরবাড়ি যান তিনি। তিনি শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি পাঠাগার গড়ে তুলতে চান। যেখানে পাঠক হবে এলাকার বউ-শাশুড়িসহ স্কুল-কলেজের ছাত্রীরা।
মুমু চর ফলকন গ্রামের ডা. অবাদুল হক চেয়ারম্যান বাড়ির মহিউদ্দিনের মেয়ে। একই গ্রামের রমজান আলী মৌলভীবাড়ির মাকছুদুর রহমানের ছেলে তরুণ আইনজীবী এমরান হোসেন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়। মুমু ঢাকার ইডেন কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি বইপ্রেমী। স্বজনেরা বলেন, বই পড়তে মুমুর ভালো লাগে। বই সংগ্রহ ও পড়া তাঁর শখ।
গত সোমবার বিকেলে নববধূ মেহেরুন নেছা মুমু বাবার বাড়ি থেকে বই নিয়ে উপজেলার চর ফলকন গ্রামের শ্বশুরবাড়ি যান। বই ছাড়াও নানা পদের বাহারি পিঠা নিয়ে যান তিনি। পিঠা প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি পাঠিয়ে দেন মুমুর শাশুড়ি কামরুন নাহার।
গত বছরের ১৮ আগস্ট বিয়ে হয় এই দম্পতির। তখন শুধু কাবিন হয়। গত শনিবার ছিল মুমুর বউভাতের আয়োজন। এর একদিন পরই শ্বশুরবাড়ি যান তিনি। মেহেরুন নেছা মুমু বলেন, ‘বই কেনা, বই পড়া আমার শখ। বই উপহার পেতে আমার ভালো লাগে। স্বপ্ন দেখছি, শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি লাইব্রেরি গড়ব। এলাকার সব বউ-শাশুড়ি এখানে এসে বই পড়বেন।’
শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া বেশির ভাগই তাঁর বিভিন্ন সময়ের জমানো টাকায় কেনা। অল্প কিছু বই জন্মদিনসহ বিভিন্ন দিবসের উপহার, কিছু বই স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার হিসেবে পাওয়া। প্রিয় লেখক হুমায়ূন আহমেদের শতাধিক বই পড়েছেন মুমু।
মুমুর স্বামী অ্যাডভোকেট এমরান হোসেন নিখিল স্ত্রীর সঙ্গে করে আনা বইয়ের ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাতে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।
মুমুর মা ছালেহা বেগম বলেন, তাঁর মেয়ের প্রিয় শখ বই পড়া। শাড়ি-চুড়ি, কসমেটিকসে তাঁর আগ্রহ নেই। ছোটবেলা থেকেই টাকা জমিয়ে বই কেনা ছিল তাঁর নেশা। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মেয়ের সংগ্রহে থাকা সব বই নিয়ে গেছে।
মুমুর শাশুড়ি কামরুন নাহার বলেন, ‘আমার দুই ছেলে, মেয়ে নেই। ছেলের সুবাদে একটা মেয়ে পেয়েছি। সে এই বাড়িতে আসার সময় অনেক বই নিয়ে আসে। তাতে আমি খুবই খুশি হয়েছি। এখন থেকে আমিও তাকে বই কিনে দেব।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে