শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরতে যাওয়া জেলেরা বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরে এসেছেন। ফিশিং বোটবহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির মজিবর রহমান বলেন, লঘুচাপের কারণে গত দুদিন ধরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল হওয়ায় মাছ ধরতে না পেরে উপকূলে ছুটছে ফিশিংবোট। কিছু ফিশিংবোট সুন্দরবনের দুবলার আলোরকোল, ভেদাখালী, কটকা ও কচিখালী খালে এবং কয়েকশ ফিশিংবোট বরগুনার মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, লালদিয়া, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
দুবলার মাঝেরকেল্লায় মাছ ধরতে যাওয়া জেলে বাদল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিছু ফিশিংবোট ঝুঁকি নিয়ে এখনো সাগরে মাছ ধরছে।
বরগুনার তালতলীর নিদ্রাসখিনা থেকে ফিশিংবোট এফবি ভাই ভাইয়ের মালিক জলিল ফকির মোবাইল ফোনে বলেন, প্রবল ঢেউয়ের কারণে সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা বোট নিয়ে ঘাটে ফিরে এসেছে।
শরণখোলার রাজৈর মৎস্য ঘাটের আড়তদার কবীর হোসেন বলেন, সাগরে লঘুচাপের ফলে ফিশিংবোটগুলো ঘাটে নোঙর করে আছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়ছে। মাছ ধরা বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে তারা। বোট ও মালিকেরা ক্রমাগত লোকসানের মুখে পড়ছে।
সুন্দরবনের জেলে পল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ফরেস্টের মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। প্রবল ঝোড়োবাতাস বইছে।
দুর্যোগের কারণে আশ্রয় নেওয়া ফিশিংবোট সুন্দরবনের খালে নিরাপদে থাকায় সহযোগিতা করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হোসেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরতে যাওয়া জেলেরা বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরে এসেছেন। ফিশিং বোটবহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির মজিবর রহমান বলেন, লঘুচাপের কারণে গত দুদিন ধরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল হওয়ায় মাছ ধরতে না পেরে উপকূলে ছুটছে ফিশিংবোট। কিছু ফিশিংবোট সুন্দরবনের দুবলার আলোরকোল, ভেদাখালী, কটকা ও কচিখালী খালে এবং কয়েকশ ফিশিংবোট বরগুনার মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, লালদিয়া, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
দুবলার মাঝেরকেল্লায় মাছ ধরতে যাওয়া জেলে বাদল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিছু ফিশিংবোট ঝুঁকি নিয়ে এখনো সাগরে মাছ ধরছে।
বরগুনার তালতলীর নিদ্রাসখিনা থেকে ফিশিংবোট এফবি ভাই ভাইয়ের মালিক জলিল ফকির মোবাইল ফোনে বলেন, প্রবল ঢেউয়ের কারণে সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা বোট নিয়ে ঘাটে ফিরে এসেছে।
শরণখোলার রাজৈর মৎস্য ঘাটের আড়তদার কবীর হোসেন বলেন, সাগরে লঘুচাপের ফলে ফিশিংবোটগুলো ঘাটে নোঙর করে আছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়ছে। মাছ ধরা বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে তারা। বোট ও মালিকেরা ক্রমাগত লোকসানের মুখে পড়ছে।
সুন্দরবনের জেলে পল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ফরেস্টের মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। প্রবল ঝোড়োবাতাস বইছে।
দুর্যোগের কারণে আশ্রয় নেওয়া ফিশিংবোট সুন্দরবনের খালে নিরাপদে থাকায় সহযোগিতা করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হোসেন।

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৭ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৬ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে