নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর আরিফা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারের পর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরিফা নড়াইল পৌরসভা এলাকার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে। সে স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১টার দিকে পৌরসভার হাটবাড়িয়া গ্রামের জয়নালের মেয়ে আরিফা ও সুজন মোল্লার মেয়ে লামিয়া চিত্রা নদীতে গোসল করতে এস এম সুলতান সেতুর নিচে নামে। এ সময় আরিফা নদীতে ডুবে যায়।
নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তখন মেয়েটির কোনো সন্ধান মেলেনি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফার মরদেহ শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজসংলগ্ন বাঁধাঘাট এলাকার চিত্রা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের পর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর আরিফা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারের পর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরিফা নড়াইল পৌরসভা এলাকার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে। সে স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১টার দিকে পৌরসভার হাটবাড়িয়া গ্রামের জয়নালের মেয়ে আরিফা ও সুজন মোল্লার মেয়ে লামিয়া চিত্রা নদীতে গোসল করতে এস এম সুলতান সেতুর নিচে নামে। এ সময় আরিফা নদীতে ডুবে যায়।
নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তখন মেয়েটির কোনো সন্ধান মেলেনি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফার মরদেহ শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজসংলগ্ন বাঁধাঘাট এলাকার চিত্রা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের পর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে